লিডস: কাল, বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। এই পরিস্থিতিতে হেডিংলি টেস্টের আগে ভারতীয় দলের জন্য ভাল খবর। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লর্ডস টেস্টে খেলতে না পারলেও, তৃতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠেছেন ভারতের পেসার শার্দুল ঠাকুর। ভারতীয় দল উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়।
এদিকে, চোট-আঘাতে জর্জরিত ইংল্যান্ড শিবিরের জন্য আরও খারাপ খবর। কাঁধে চোটের জন্য তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার মার্ক উড। লর্ডসে কাঁধে চোট পান উড। সেই চোটই তাঁকে তৃতীয় টেস্ট থেকে ছিটকে দিল।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ডান কাঁধে চোটের জন্য ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্ক উড। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন কাঁধে চোট পান উড। তিনি বুধবার থেকে শুরু হতে চলা হেডিংলি টেস্টের আগে ফিট হবেন না। লিডসে দলের সঙ্গেই থাকছেন তিনি। ইংল্যান্ডের মেডিক্যাল টিমের সঙ্গে তিনি রিহ্যাব করবেন। এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর ৩১ বছর বয়সি এই পেসারের চোটের অবস্থা পরীক্ষা করে দেখা হবে।’
চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন স্টুয়ার্ট ব্রড, জোফ্রা আর্চার, অলি স্টোন ও ক্রিস ওকস। মানসিক সমস্যার জন্য খেলার বাইরে অলরাউন্ডার বেন স্টোকস। এতজন ক্রিকেটার খেলতে না পারায় এমনিতেই সমস্যায় ইংল্যান্ড, এর মধ্যে উড চোট পাওয়ায় জো রুটের কপালে চিন্তার ভাঁজ।
ভারতীয় দলের অবশ্য তেমন কোনও সমস্যা নেই। লর্ডসে রোমাঞ্চকর জয় পেয়ে ফুরফুরে মেজাজে বিরাট কোহলিরা। তার উপর শার্দুল ফিট হয়ে যাওয়ায় পেস বিভাগ নিয়েও চিন্তা নেই। লর্ডসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কে এল রাহুল, রোহিত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। শুধু অধিনায়কের ফর্মই ভারতীয় দলের অস্বস্তির কারণ।