ইংল্যান্ডের কাছে হার ৮ উইকেটে,ভেস্তে গেল ভারতের মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2018 09:40 AM (IST)
নর্থ সাউন্ড (অ্যান্টিগা): মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গেল ভারতের। গ্রুপ পর্বের পরপর চারটি ম্যাচে দাপটে জয়ের পর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারত। সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতের মহিলা দল। তিন-তিনজন রান আউট হলেন। কোনওক্রমে স্কোরবোর্ডে ১১২ রান তুলতে সক্ষম হন হরমনপ্রিতরা। অ্যান্টিগার উইকেট কিছুটা স্লো হলেও ভারতের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে সফল হতে দেননি ইংল্যান্ডের বোলাররা। জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ওভারে রাধা যাদব তুলে নেন ওপেনার ট্যামি বিউমাউন্টকে। কয়েক ওভার পরেই ড্যানিয়েল ওয়াটকে ফিরিয়ে আঘাত হানেন স্পিনার দীপ্তি শর্মা। ২৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। এরপর উইকেটরক্ষক অ্যামি জোন্স ও নাটালি স্কিভার দলের ইনিংসের হাল ধরেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি ইংল্যান্ডকে। দুজনেই হাফসেঞ্চুরি করে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। জোন্স ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। নাটালি ৫৪ রান করেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৯২ রান ওঠে। এর আগে ব্যাট করতে নেমে একাধিক গলতি করেছেন ভারতের ক্রিকেটাররা। স্মৃতি মন্ধানা ভারতের হয়ে সর্বাধিক ৩৪ রান করেন। তাঁর ২৩ বলের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও একটি ছক্কায়। জেমাইয়া রডরিগেজ ২৬ রান করেন। অধিনায়ক হরমনপ্রিত কউর ১৬ রানে আউট হন। তাঁরা প্যাভিলিয়নে ফেরার পর আর সেভাবে রান তুলতে পারেনি ভারতীয় দল। একের পর এক উইকেট হারাতে থাকে তারা।১৯.২ ওভারে ১১২ রানে অল আউট হয়ে যায় ভারত।