মালাহিদ (আয়ারল্যান্ড) : বৃষ্টিবিঘ্নিত প্রথম টি২০-তে আয়ারল্যান্ডকে টেক্কা ভারতের। কমে দাঁড়ানো ১২ ওভারের ম্যাচে ২.৪ ওভার বাকি থাকতেই সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় টি২০ দল। মেঘ-বৃষ্টির খেলার মাঝে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বলহাতে শুরু থেকেই আবহাওয়ার সুবিধা নিয়ে সুইংয়ের কামাল দেখাতে শুরু করেন ভুবনেশ্বর কুমাররা (Bhuvneshwar Kumar)।


হ্যারি টেকটরের (৬৪*) কেরিয়ার সেরা ইনিংসের মাঝেও যুযবেন্দ্র চাহালদের দাপটে ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রানে থামে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইশান কিষাণ ও দীপক হুডা ঝোড়ো শুরু করেন। কিপার-ব্যাটসম্যান ইশান ফিরলেও ওপেন করতে নেমে দলকে ভরসা দেওয়া অপরজািত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন হুডা। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে একটি উইকেট নেওয়া যুযবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ম্যাচ সেরার পুরস্কার পান।


ভাল বোলিং ভারতের


মেঘলা আবহাওয়া ও বৃষ্টির বিঘ্ন মাথায় রেখে টসে জিতে প্রথমে বোলিং নেন হার্দিক পাণ্ড্য। শুরু থেকেই তিনি নিজে ও ভুবিরা সুইংয়ের দাপটে ব্যতিব্যস্ত করেন আইরিশ ব্যাটারদের। ৩৩ বলে ৬টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে হ্যারি টেকটরের কেরিয়ার সেরা অপরাজিত ৬৪ রান ছাড়া সেবাবে দাঁড়াতেই পারেননি কোনও ব্যাটার। বৃষ্টির জেরে কমে দাঁড়ানো ১২ ওভারের ম্যাচে ৪ উইকেটে তারা শেষ পর্যন্ত তোলে ১০৮ রান।


দুরন্ত হুডা-ইশান


ব্যাট করতে নেমে ইশান-দীপকরা সহজেই বুঝিয়ে দেন ধারে-ভারে আয়ারল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত। ১১ বলে ৩ টি চার ও ২ টি ছক্কায় ২৬ রান করার পর ইশান কিষাণ ফিরে গেলেও দলকে টানতে থাকেন দীপক হুডা। ওপেন করতে নেমে ২৯ বলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৪৭ রানের ইনিংসে দলকে ১৬ বল বাকি থাকতেই সহজে ৩ উইকেটে ভারতকে জয় এনে দেন তিনি।






মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।


আরও পড়ুন- ''আমার কাছে চ্যালেঞ্জ ছিল'', রঞ্জি জিতে কী বললেন চন্দ্রকান্ত পণ্ডিত?