রাঁচি: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছে। এবার টি-টোয়েন্টি (t20) সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া (team india)। রাঁচিতে (ranchi) এই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে রোহিত (rohit) বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পেয়েছে ভারত।