রাঁচি: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছে। এবার টি-টোয়েন্টি (t20) সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া (team india)। রাঁচিতে (ranchi) এই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে রোহিত (rohit) বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পেয়েছে ভারত।
ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে রাঁচির স্টেডিয়ামে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। তিনি শুক্রবারও ভারতীয় দলকে উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি সঞ্জয় সহায় জানিয়েছেন, স্টেডিয়ামে টেনিস খেলতে এসেছিলেন ধোনি।
তিনি শুক্রবার স্টেডিয়ামে থাকবেন কি না, সেটা বলা সম্ভব নয়। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ৯ নভেম্বর রাঁচিতে ফিরেছেন ধোনি। তারপর থেকে তিনি নিজের শহরেই আছেন।
প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব, রোহিত শর্মার ব্যাটিংয়ের ওপর নির্ভর করে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারত। কোচ হিসেবে প্রথম ম্যাচেই সফল হয়েছেন রাহুল দ্রাবিড়। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় ম্যাচেও একাদশ বদলানোর সম্ভাবনা কম ভারতের।
টি ২০ সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কখন শুরু হবে?
টি ২০ সিরিজের ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাতটায়
কোথায় খেলা হবে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ?
টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে।
কোন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ?
ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস 1/1 এইচডি, স্টার স্পোর্টস ২/২ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি/১ হিন্দি এইচডি চ্যানেলে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিং ভারতে দেখা যাবে ডিসনি+ হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
আরও পড়ুন: প্রয়াত বিখ্যাত ধারাভাষ্যকার নভি কাপাডিয়া, শোক ফুটবল মহলে