মুম্বই: প্রথম টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে বসলেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছিল কিউয়িরা কানপুরে। এই পরিস্থিতিতে আগামীকাল দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড (india vs newzeland)। দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন (champion) হবে। প্রথম টেস্টে ব্যাটে রান পাননি অজিঙ্ক রাহানে (ajinkya rahane)। রান পাননি চেতেশ্বর পূজারাও। এই ২ অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মে। রাহানে শেষবার অস্ট্রেলিয়ার (australia) বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার তো গত ২ বছরের ওপরে কোনও সেঞ্চুরিও নেই। এই পরিস্থিতিতে তাঁদের ২ জনকেই বলির পাঁঠা করা হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে রাহানে নয়, দ্বিতীয় টেস্টে বিরাট দলে ঢুকতে পারেন ময়ঙ্ক অগ্রবালের পরিবর্ত হিসেবে। 


মুম্বই টেস্টে আর ৮ উইকেট পেলে আরও একটি মাইলস্টোন গড়বেন অশ্বিন। এক্ষেত্রে তিনি রিচার্ড হ্যাডলিকে টপকে যেতে পারবেন। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এই মুহূর্তে প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট। আর মাত্র ৮ উইকেট পেলেই ঘরের মাঠে তিনশো উইকেটের মালিক হবেন অশ্বিন। সেক্ষেত্রে তিনি ছুয়ে ফেলবেন অনিল কুম্বলেকে। তিনিও ঘরের মাঠে তিনশোর বেশি উইকেটের মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ঘরের মাঠে ৩৫০ উইকেট। 


বিরাট কোহলি-কেন উইলিয়ামসন দ্বৈরথ শুরুর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য।

কোথায় ম্যাচ: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

কবে খেলা: ৩-৭ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।


খেলা শুরু কখন: সকাল ৯.৩০ থেকে ম্যাচ শুরু। টস হবে সকাল ৯টায়।

টিভিতে খেলা দেখবেন কোথায়: ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি ১ চ্যানেলে দেখা যাবে খেলা।

মোবাইল থেকে দেখবেন কীভাবে: হটস্টারে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।


আরও পড়ুন: বিপক্ষ গোল করলেই দল হতোদ্যম হয়ে পড়ছে, ঘুরে দাঁড়াতে হবে, চেন্নাই ম্যাচের আগে বলছেন ইস্টবেঙ্গল কোচ