সঞ্জু কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ৫ বল খেলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু।
আউট হওয়ার পরই ট্যুইটারে অন্যতম টপ ট্রেন্ড হন সঞ্জু। ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ ঋষভ পন্থের সঙ্গে তুলনা করেন তাঁর। পন্থও এখন প্রথম একাদশে সুযোগের অপেক্ষায় রয়েছেন। ট্যুইটার ব্যবহারকারীদের কেউ কেউ বলেছেন, সঞ্জুর জায়গায় পন্থকে খেলানো উচিত ছিল। কেউ কেউ আবার সঞ্জুর পাশে দাঁড়ান। এরইমধ্যে ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে কয়েকজন পন্থের সঙ্গে সঞ্জুকেও ট্রোল করতে শুরু করেন। তাঁদের বক্তব্য, সঞ্জুও পন্থের ক্লাবেই সামিল হয়েছেন।
উল্লেখ্য, বেশ কয়েকটি ম্যাচেই ব্যাট হাতে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেননি পন্থ। তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে গত একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাউন্সারে চোট পেয়েছিলেন তিনি। তাঁর জায়গায় কিপিং করতে দেখা গিয়েছিল কে এল রাহুলকে। কিপিংয়ে নির্ভরতার পাশাপাশি ব্যাট হাতে দাপট দেখানোর পর দলে এখন যৌথ ভূমিকায় খেলানো হচ্ছে রাহুলকে।