কানপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ জিতেছে ভারতীয় দল। আজ থেকে শুরু টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করছে ভারতীয় দল। এই টেস্টে অভিষেক হল শ্রেয়স আয়ারের। তাঁর হাতে টেস্ট দলের টুপি তুলে দেন সুনীল গাওস্কর।
কানপুর টেস্টে খেলছেন না ভারতের প্রথমসারির কয়েকজন ক্রিকেটার। দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই টেস্টে অধিনায়কত্ব করছেন অজিঙ্কা রাহানে। দলে আছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
ভারতীয় দল- শুভমান গিল, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
কানপুরের পিচ বরাবরই স্পিনারদের সহায়ক হিসেবে পরিচিত। সেই কারণেই এই টেস্টে তিন স্পিনার নিয়ে খেলছে ভারতীয় দল। দুই অভিজ্ঞ স্পিনার অশ্বিন-জাডেজার সঙ্গে আছেন অক্ষর। দুই পেসার ইশান্ত ও উমেশ।
টি-২০ সিরিজে না খেললেও, টেস্ট সিরিজের দলে ফিরেছেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে পূর্ণশক্তির দল নিয়েই খেলছে কিউয়িরা।
নিউজিল্যান্ড দল- টম ল্যাথাম, উইল ইয়াং, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রচিন রবীন্দ্র, টিম সাউদি, আজাজ পটেল, কাইল জেমিয়েসন ও উইলিয়াম সমারভিল।
গত ১৭ নভেম্বর জয়পুরে প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জয় পায় ভারতীয় দল। বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর সেটাই ছিল ভারতীয় দলের প্রথম ম্যাচ। টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারার পর দু’দলের প্রথম সাক্ষাৎকারেই জয় পায় ভারত। এরপর ১৯ ডিসেম্বর রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচেও ৭ উইকেটে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করে রোহিত শর্মার দল। ইডেনে তৃতীয় ম্যাচেও ৭৩ রানে জয় পায় ভারত। ফলে কিউয়িদের হোয়াইটওয়াশ করেন রোহিতরা। এবার টেস্ট সিরিজেও জয়ই লক্ষ্য ভারতের।