সাউদাম্পটন: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ম্যাচের ষষ্ঠ দিন জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩৯ রান। তারা ২ উইকেট হারিয়েই সেই রান তুলে নিল। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫২ ও রস টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে জোড়া উইকেট নেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম (৯) ও ডেভন কনওয়েকে (১৯)। ভারতের আর কোনও বোলার এদিন উইকেট নিতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের জয় সহজ হয়ে যায়। 


আজ ১৭০ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ঋষভ পন্থ ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই সেভাবে লড়াই করতে পারেননি। তরুণ উইকেটকিপার ও বাঁ হাতি ব্যাটসম্যান পন্থ ৮৮ বলে চারটি বাউন্ডারির সাহায্যে করেন ৪১ রান। কিন্তু তাঁকে কেউই সেভাবে সঙ্গত করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা করেন ৩০ রান। অপর ওপেনার শুভমান গিল মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। তিন নম্বরে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ১৫ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি করেন মাত্র ১৩ রান। অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব নিয়ে ব্যাটিং করবেন, এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু বিরাট সেই দায়িত্ব পালন করতে পারেননি। অজিঙ্কা রাহানেও দায়িত্ব নিয়ে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে পারেননি। তিনি করেন ১৫ রান। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা করেন ১৬ রান। অশ্বিন করেন মাত্র ৭ রান। মহম্মদ শামি তিনটি বাউন্ডারির সাহায্য করেন ১৩ রান। ইশান্ত শর্মা ১ রান করে অপরাজিত থাকেন। জসপ্রীত বুমরাহ প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও কোনও রান করতে পারেননি।


৫৩ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩৯ রান। সেটা করা মোটেই কঠিন ছিল না। ভারতের বোলাররা উইলিয়ামসন ও টেলরকে চাপে ফেলতে পারেননি। ফলে তাঁরা সহজেই দলকে চ্যাম্পিয়ন করলেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে কম বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই ইংল্যান্ডের মাটিতেই তারা এবার টেস্ট চ্যাম্পিয়ন হল।