দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শততম টি-টোয়েন্ট ম্যাচটি খেলেছিলেন। সেই ম্যাচের সপ্তাহখানেক বাদে আজ সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও এক মাইলফলক স্পর্শ করতে পারেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিতের শর্মার (Rohit Sharma) কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি রয়েছে প্রাক্তন অধিনায়কের সামনে।


রোহিতের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ


কী মাইলফলক স্পর্শ করতে পারেন 'কিংগ কোহলি'? ভারতের তারকা ব্যাটার আর তিনটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছয় হাঁকিয়ে ফেলবেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মারই বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে শতাধিক ছয় মারার কৃতিত্ব রয়েছে। সেই কৃতিত্বেই ভাগ বসাতে পারেন কোহলি। অবশ্য ভারতীয় হিসাবে শুধুই রোহিত শর্মাই শতাধিক ছক্কা হাঁকালেও ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারদেরও এই কৃতিত্ব আছে। আজ কোহলি তিনটি ছয় মারতে পারলে দশম ব্যাটার হিসাবে শতাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় সামিল হবেন।


গত ম্যাচেই হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সর্বাধিকবার ৫০-র বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার ভারতীয় হিসাবে আরও এক কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি।অবশ্য রোহিত ১৩৪টি টি-টোয়েন্টিতে খেলে কোহলির ৯৭-র থেকে অনেক বেশি, মোট ১৬৫টি ছয় হাঁকিয়েছেন। একমাত্র মার্টিন গাপ্টিলেরই রোহিতের থেকে বেশি ১৭২টি ছয় মারার কৃতিত্ব রয়েছে। 


কেমন হবে ভারতীয় একাদশ?


এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল রোহিত বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ফলে সুপার ফোরে অনেক আগেই জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের মাথাব্যথা রবীন্দ্র জাডেজা ও আবেশ খানের চোট। বাঁহাতি তারকা অলরাউন্ডার জাডেজা চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। এমনকী তাঁকে হয়ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়া যাবে না। জাডেজার বদলি অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও আবেশ খানের এই ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁর জ্বর এসেছিল। সেক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে আবেশের বদলি হিসেবে অশ্বিনকে একাদশে দেখা যেতে পারে। উইকেটের পেছনে ঋষভ পন্থ না দীনেশ কার্তিক, তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।


আরও পড়ুন: ছয় দিনের ব্যবধানে কি দ্বিতীয়বার পাকিস্তানকে হারাতে পারবে ভারত?