Whatsapp Online Status Hide: ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ হামেশাই নিত্যনতুন ফিচার লঞ্চ করে। গত মাসে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছিল যে ইউজারদের বহু প্রতীক্ষিত একটি ফিচার এবার তারা লঞ্চ করতে চলেছে। সেখানে বলা হয়েছিল যে হোয়াটসঅ্যাপে অন বা অ্যাক্টিভ থেকেও নিজেদের অনলাইন স্টেটাস হাইড (Whatsapp Online Status Hide) করা বা লুকিয়ে রাখার সুবিধা পেতে চলেছেন ইউজাররা। এখনও এই ফিচার চালু করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কিন্তু তাই কিছু কৌশলের সাহায্যে এই সুবিধা পেতে পারেন ইউজাররা। কীভাবে হোয়াটসঅ্যাপে অন থেকেই অনলাইন স্টেটাস হাইড করে রাখতে পারবেন দেখে নিন। এইসব কলাকৌশল অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)- দুই ভার্সানের ইউজারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।


কী কী করবেন দেখে নিন



  • প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে।

  • এবার ডানদিকে উপরের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।

  • লম্বালম্বি ভাবে থাকা এই ডটে ক্লিক করলে ইউজাররা সহজেই সেটিংস মেনু পেয়ে যাবেন।

  • এবার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে যেতে হবে।

  • এখানে ‘লাস্ট সিন’ অপশন দেখতে পাবেন ইউজাররা। এখানে দুটো অপশন দেখা যাবে। একটি হল ‘নোবডি’। আর অন্যটি ‘মাই কনট্যাক্ট’।

  • এবার ‘নোবডি’ অপশনে ক্লিক করলেই সকলের থেকে নিজের অনলাইন থাকার স্টেটাস লুকিয়ে ফেলতে পারবেন আপনি।

  • তবে এই অপশন একবার চালু হয়ে গেলে কিন্তু আপনিও কারও স্টেটাস দেখতে পাবেন না।


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি ইউজারদের অনলাইন স্টেটাস হাইড করার ফিচার চালু করতে চলেছে। এই ফিচার একবার চালু হয়ে গেলে ইউজাররা অনেক সাবলীল ভাবে তাঁদের অনলাইন স্টেটাস সকলের লুকিয়ে রাখার অপশন পেয়ে যাবেন। তবে যদি ফিচার চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না চান তাহলে উল্লিখিত পদ্ধতিতে ধাপে ধাপে এগোলে নিজে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ বা অনলাইন থেকেও অনলাইন স্টেটাস লুকিয়ে রাখার সুযোগ পাবেন।


অন্যদিকে শোনা গিয়েছে ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট যুক্ত আইফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আইফোন ৫ এবং আইফোন ৫সি- এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এখানে আইওএস আপডেট করার অপশনও পাবেন না ইউজাররা। তবে যদি আপনার আইফোন ৫এস থাকে, তাহলে আপনিয়া আইওএস আপডেট করে নেওয়ার সুযোগ পাবেন।


আরও পড়ুন- আগামী মাস থেকে এইসব আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ!