নয়াদিল্লি: সেপ্টেম্বরেই চিনে আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games 2023)। সেই গেমসের হকির জন্য পুল ঘোষণা করা হয়ে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত (Indian Hockey team) এবং পাকিস্তান একই পুলে রয়েছে। আজ, মঙ্গলবার, ৮ অগাস্টই এশিয়ান হকি ফেডারেশন এবং এশিয়ান গেমসের উদ্যোক্তাদের তরফে যুগ্মভাবে হকির সূচি ঘোষণা করা হল। আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফে এই সূচি অনুমোদন করা হয়।
এশিয়ান গেমসের সূচি প্রকাশ
সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। ভারতের সঙ্গে পুলে 'এ'-তে পাকিস্তান বাদেও আরেক পড়শি দেশ বাংলাদেশও রয়েছে। রয়েছে জাপান, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানও। পুল 'বি'-তে রয়েছে কোরিয়া প্রজাতন্ত্র, চিন ওমান, তাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মাধ্যমেই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে দলগুলির সামনে।
ভারতীয় মহিলা হকি দল ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। মহিলা হকি দলও পুরুষদের মতোই পুল 'এ'-তে রয়েছে। ওই পুলে কোরিয়া, মালয়েশিয়া, হংকং, চিন এবং সিঙ্গাপুর রয়েছে। ভারতীয় মহিলা হকি দল ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে রুপো জিতেছিল। এবার আরও একধাপ এগোনোর লক্ষ্যে মাঠে নামবেন তারা। পুল 'বি'-তে গত বারের চ্যাম্পিয়ন জাপান, চিন, তাইল্যান্ড, কাজাকস্তান এবং ইন্দোনেশিয়া রয়েছে।
হকির সবকয়চি ম্যাচই ঘংসু কানাল স্পোর্টস পার্কে খেলা হবে। ৬ অক্টোবর পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। মহিলাদের ফাইনাল ম্যাচ হবে ঠিক তার পরের দিন।
শেষ চারে ভারত
এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে (Asian Champions Trophy) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টুর্নামেন্টের ২০২১ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে (South Korea vs India) ৩-২ স্কোরলাইনে পরাজিত করল ভারতীয় পুরুষ হকি। এই জয়ের সঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। এই ম্যাচে জয়ের সুবাদে চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত। অপরদিকে, তিনটি ম্যাচ জিতলেও, একটি ম্যাচ হারায় মালয়েশিয়া নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে আসতই পাকিস্তান, বাবরদের ভারতে আসার ছাড়পত্র পাওয়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া