বেঙ্গালুরু: অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ভর করে মোহালিতে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জয় পেয়েছিল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এবার আগামীকাল রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মোহালির ম্যাচে নজর কেড়েছিলেন তরুণ ক্রিকেটার দীপক চাহারও। ওই ম্যাচে ভারত সাত উইকেটে জিতেছিল। এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ২-০ জয়ের লক্ষ্য ভারতীয় দলের। কিন্তু বেঙ্গালুরুর আকাশে বৃষ্টির ভ্রুকুটি। ফলে ব্যাঘাত ঘটতে পারে ম্যাচে।  বেঙ্গালুরুতে হাল্কা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কর্নাটক, তামিলনাড়ু ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হতে পারে। আ্যাকু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালেও বৃষ্টি হতে পারে। ফলে মাঝেমধ্যে খেলায় বিঘ্ন ঘটতে পারে।