টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান মায়াঙ্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 03:40 PM (IST)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার মায়াঙ্ক অগ্রবাল। চলতি টেস্টে চালকের আসনে ভারত। টেস্ট কেরিয়ারে মায়াঙ্কের এটি প্রথম দ্বিশতরান।
বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার মায়াঙ্ক অগ্রবাল। চলতি টেস্টে চালকের আসনে ভারত। টেস্ট কেরিয়ারে মায়াঙ্কের এটি প্রথম দ্বিশতরান। একইসঙ্গে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ে মায়াঙ্কার নাম অন্তর্ভূক্ত হল। ভারতের চতুর্থ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরিকে দ্বিশতরানে পরিণত করলেন।এই তালিকায় প্রথমে রয়েছেন দিলীপ সরদেশাই। ১৯৬৫-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর কেরিয়ারের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করেছিলেন তিনি। ১৯৯৩-তে বিনোদ কাম্বলি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর করুণ নায়ার ২০১৬-তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এমনই পারফর্ম করেছিলেন। তিনি প্রথম সেঞ্চুরিকে শুধু ডাবলই নয়, ট্রিপল সেঞ্চুরিতে পরিণত করেছিলেন। ওই ইনিংসে নায়ার অপরাজিত ৩০৩ রান করেছিলেন। চলতি টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩৭১ বল খেলে ২১৫ রান করেছেন মায়াঙ্ক।