কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন অল্পের জন্য শতরান না পেলেও, টেস্টে আরও একটি নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিনেই তাঁর একটি রেকর্ড টপকে গেলেন বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। এই তালিকায় এক নম্বরে সচিন তেন্ডুলকর।


দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় এক নম্বরে থাকা সচিন ১৫ ম্যাচে ১,১৬১ রান করেছেন। তাঁর শতরানের সংখ্যা ৫। এতদিন দ্বিতীয় স্থানে থাকা দ্রাবিড় ১১ ম্যাচে ৬২৪ রান করেছেন। তাঁর শতরান একটি। দ্রাবিড়কে টপকে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিরাট এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৬৫১ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত তাঁর শতরানের সংখ্যা ২।


চোটের জন্য এই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট। সেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল অবশ্য প্রথম ইনিংসে বড় রান করতে পারেনি। বিরাট ৭৯ রান করেন। কিন্তু চেতেশ্বর পূজারা (৪৩) আর কিছুটা ঋষভ পন্থ (২৭) ছাড়া অন্য কোনও ব্যাটসম্যানই বিশেষ লড়াই করতে পারেননি। ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয়ে যায়।


প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান এক উইকেট হারিয়ে ১৭। অধিনায়ক ডিন এলগারকে (৩) ফিরিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। আজ যদি ভারতের বোলাররা দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটসম্যানদের দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে পারেন, তাহলে ভারতের এই টেস্ট ও সিরিজ জয়ের সুযোগ থাকবে।


গতকাল নিজের স্বাভাবিক খেলার বদলে ধৈর্য ধরে ব্যাটিং করতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তিনি ৭৯ রান করেন ২০১ বলে। বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা একটি। টি-এর সময় ১২১ বল খেলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বিরাট। তিনি কভার ড্রাইভের প্রলোভনে পা বাড়াননি। দিনের তৃতীয় সেশনেও তিনি ধৈর্য ধরেই ব্যাটিং করেন। দলের রান যত বেশি সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই বিরাটের লক্ষ্য ছিল।