নয়াদিল্লি:# দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। ভারতের বোলিং আক্রমণের সামনে ৩১ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। জয়ের জন্য ৪১০ রানের লক্ষ্য তাদের সামনে রাখে ভারত। কিন্তু রান তাড়া করা নয়, শ্রীলঙ্কার লড়াই  ম্যাচ বাঁচানোর। এখনও পঞ্চম দিনের পুরো খেলাই বাকি। তার আগেই তিন উইকেট হারিয়ে সিরিজে দ্বিতীয় হারের মুখে সফরকারী হল।
দ্বিতীয় ইনিংসে সমরবিক্রমকে তুলে নিয়ে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি। ১৪ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে। এরপর ৩১ রানের মাথায় জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে ১৩ রান করে আউট হন করুণারত্নে। দুই বল পর তিনি তুলে নেন নৈশপ্রহরী হিসেবে নামা লাকমলকে।

#রোহিত শর্মারও হাফসেঞ্চুরি। ৪৯ বলে অর্ধশতরান করেন রোহিত। এরপরই ৫ উইকেটে ২৪৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। শ্রীলঙ্কার থেকে ৪০৯ রানে এগিয়ে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৪১০ রান। হাতে রয়েছে আজকের দিনের বাকি সময় এবং আগামীকালের তিনটি সেসন।






#ফের অর্ধশতরান কোহলির।৫৮ বলে ৫০ রান করে ফিরে গিয়েছেন তিনি। দ্রুত রান তুলতে গিয়ে লাকমলের বলে গোমেজের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। ২৩৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে ভারতের। শ্রীলঙ্কার থেকে ভারত এগিয়ে ৪০১ রানে।

#শ্রীলঙ্কার থেকে সাড়ে তিনশোরও বেশি রানে এগিয়ে ভারত। ৪২ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১৯১। দ্রুত রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণার পথে ভারত। শেষ ১০ ওভারে ৭৩ রান তুলেছে টিম ইন্ডিয়া।কোহলি ২৪ এবং রোহিত ২৮ রানে ব্যাট করছেন।

#৬৭ রান করে সান্দাকানের বলে আউট ধবন। ভারতের রান ৪ উইকেটে ১৪৪। কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা।


#৪৯ রান করে ডিসিলভার বলে আউট হলেন পূজারা। ১০৬ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। শিখব ধবন ইতিমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন। ভারতের রান ৩৫ ওভারে ৩ উইকেটে ১৪৩। ব্যাট করছেন ধবন ও কোহলি। ভারতের লিড ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে।

অব্যাহত আজিঙ্কা রাহানের খারাপ ফর্ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাটিং অর্ডারে  তিন নম্বরে তুলে আনেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটে রানের খরা কাটাতে ক্রিজে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার সফরের আগে দলের সহ অধিনায়কের ফর্ম টিম ম্যানেজমেন্টকে উদ্বেগে রেখেছে। তিনি যাতে রানে ফিরতে পারেন, সেজন্যই ব্যাটিং অর্ডারে বদল ঘটালেন কোহলি। কিন্তু তাতে লাভ হল না। মাত্র ১০ রান করে আউট হয়ে যান তিনি। দিলরুয়ান পেরেরাকে স্টেপ আউট করে মারতে গিয়ে লং অন বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন রাহানে। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৫১। ক্রিজে ছিলেন শিখর ধবন ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। সুরঙ্গল লাকমলের বলে ব্যাট বাড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ তোলেন মুরলী বিজয় (৯)।

লাঞ্চের পর দলের ইনিংস এগিয়ে নিয়ে চলেছেন ধবন-পূজারা জুটিষ ভারতের রান ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে।

এর আগে ৩৫৬-৯ নিয়ে খেলতে নেমে ৩৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দীনেশ চন্ডীমল করেন তাঁর কেরিয়ারের সেরা ১৬৩ রান। ভারতের থেকে ১৬৩ রানে পিছিয়ে ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার।