চেন্নাই: টি-টোয়েন্টি সিরিজে হারের ধাক্কা কাটিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে দিল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়েও গেল।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শিমরন হেটমায়ার ও শাই হোপ। ভারতের ২৮৭/৮ স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার সুনীল আমব্রিসকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে ওঠেন হেটমায়ার-হোপ। দ্বিতীয় উইকেটে দুজনে ২১৮ রান যোগ করেন। হেটমায়ার ১০৬ বলে ১৩৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা।
হোপ তুলনায় অনেক ধৈর্যশীল ইনিংস খেলেছেন। ওপেন করতে নেমে ১৫১ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে নিকোলাস পুরান ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপক চাহার ও মহম্মদ শামি একটি করে উইকেট পান। বাকিদের কেউই আর সেভাবে দাগ কাটতে পারেননি। ম্যাচের সেরা হয়েছেন হেটমায়ার।
হোপ-হেটমায়ারের জোড়া সেঞ্চুরিতে বিদ্ধ কোহলির ভারত, প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৮ উইকেটে
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2019 10:58 PM (IST)
চেন্নাইয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে দিল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়েও গেল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -