মুম্বই: চেন্নাইয়ের একটি হোটেলের এক কর্মীর সঙ্গে আলোচনা করে এলবো গার্ডে বদল এনেছিলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সেই কর্মীকে তিনি এখন খুঁজছেন। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে ওই হোটেলকর্মীকে খুঁজে বের করার বিষয়ে নেটিজেনদের সাহায্য চেয়েছেন তিনি।

ট্যুইটে সচিন লিখেছেন, ‘চেন্নাইয়ে একটি টেস্ট ম্যাচ চলাকালীন তাজ করমন্ডলের এক কর্মীর সঙ্গে আমার দেখা হয়। তাঁর সঙ্গে এলবো গার্ড নিয়ে আমি আলোচনা করি। তারপর আমি এলবো গার্ডে প্রয়োজনীয় বদল আনি। তিনি এখন কোথায় আমি জানি না। তাঁর সঙ্গে দেখা করতে চাই। তাঁকে খুঁজে বের করার বিষয়ে নেটিজেনরা আমাকে সাহায্য করতে পারেন?’



ভিডিওতে সচিন বলেছেন, ‘হোটেলের ওই কর্মী কফি দিতে আমার ঘরে আসেন। তিনি আমাকে বলেন, আমি লক্ষ্য করেছি, আপনি যখনই আর্ম-গার্ড পরেন, আপনার ব্যাটের স্যুইং বদলে যায়। আমি আপনার বড় ভক্ত। প্রতিটি বল পাঁচ-সাতবার করে দেখি। আমি তাঁকে বলি, আপনিই একমাত্র ব্যক্তি যিনি এই বিষয়টি লক্ষ্য করেছেন। আপনি বিশ্বাস করবেন না, আমি মাঠ থেকে এলবো গার্ড নিয়ে ঘরে এসেছি এবং এটিতে বদল এনেছি। এলবো গার্ডের মাপ, প্যাডিং, স্ট্র্যাপ ঠিক যেরকম হওয়া উচিত, সেটা করেছি।’