গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগেই মাত্র ৯৪ রানে ৬ উইকেট খোয়ায় অতিথি দল। কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দেয় রোস্টন চেস ও কিমো পলের ব্যাট। সপ্তম উইকেটে তাঁরা জোড়েন ৭৩ রান। কিন্তু ৩৯তম ওভারে উমেশ যাদবের বলে ৪৭ রানে আউট হয়ে যান পল। রোস্টন চেস অবশ্য লড়াই চালান আরও কিছুক্ষণ, তাঁর ষষ্ঠ অর্ধশত রানও করে ফেলেন। কিন্তু ৪৪তম ওভারে অশ্বিন আউট করে দেন তাঁকে। সেই ওভারেই শূন্য রানে অশ্বিন ফেরান নবাগত শেরমান লুইসকে। পরের ওভারে শ্যানন গ্যাব্রিয়েলকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ইতি টেনে দেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ২ রানে ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েটকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সামি। অসাধারণ লাইন ও লেংথের মাধ্যমে বিপক্ষ ক্রিকেটারদের রীতিমত নাজেহাল করে তোলেন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলেই তুলে নেন কিরান পাওয়েলকে (১)। সাত রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের ২ ওপেনিং ব্যাটসম্যান। ১৪ রানের মাথায় এবার আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বোল্ড করে দেন সাই হোপকে (১০)। এমন সঙ্কটের মুহূর্তে রান আউট হয়ে যান শিমরোন হেটমেয়ার, তিনিও করেন ১০। আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারেননি সুনীল অ্যামব্রিস, তিনি আউট হন ১২ রানে। দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে কুলদীপ যাদব শেন ডোরিচকে (১০) বোল্ড করে দেন। রাজকোট টেস্ট: ১৮১ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, এবার ফলো অন
ABP Ananda, Web Desk | 06 Oct 2018 11:29 AM (IST)
রাজকোট: প্রথম টেস্টেই বড়সড় বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম। তৃতীয় দিনে ভারতের ৬৪৯ রানের জবাবে ১৮১ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস, ফলো অনে বাধ্য হয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট খুইয়ে ভারত তোলে ৬৪৯ রান। পৃথ্বী শ ও বিরাট কোহলির পর শতরান করেন রবীন্দ্র জাডেজা, এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিয়ান বোলার দেবেন্দ্র বিশু ২১৭ রান দিয়ে পান ৪ উইকেট। জবাবি ব্যাটিংয়ে মোটে ৪৮ ওভারে ১৮১ রানে গুটিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। রোস্টন চেস করেন ৫৩ ও কিমো পল ৪৭। রবিচন্দ্রন অশ্বিন ৩৭ রানে ৪ উইকেট পান, মহম্মদ সামি ২২ রানে পান ২ উইকেট। ৪৬৮ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ এখন ফলো অন করছে।