India vs West Indies 2nd ODI Toss: আমেদাবাদে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।  এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের।  টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, প্রথম একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। প্রথম একাদশে প্রত্যাবর্তন কে এল রাহুলের। গত ম্যাচে তিনি খেলতে পারেননি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে।


ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুল গত ম্যাচে খেলতে পারেননি। এই ম্যাচে দলে ফিরেছেন তিনি। এ জন্য ইশান কিষাণকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। এছাড়া সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন করেনি ভারত।


ভারতের প্রথম একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল, প্রসিদ্ধ কৃষ্ণ


ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ- শাই হোপ (উইকেটরক্ষক), ব্রেন্ডন কিং, ডোয়েন ব্র্যাভো, শামরাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), জেসন হোল্ডার, ওডিন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, অকিল হোসেইন, আলজারি জোসেফ, কেমার রোচ


এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে ভরে নেওয়াই টিম ইন্ডিয়ার লক্ষ্য। প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল। আমেদাবাদে আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাবে ভারত। আর এটাই হবে টিম ইন্ডিয়ার নতুন বছরের প্রথম সিরিজ জয়। এর আগে এ বছর দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও একদিনের সিরিজে হেরে গিয়েছিল ভারত। 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের মধ্যেই সেই রান টপকে যায় ভারতীয় দল। অনায়াস জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত।