ত্রিনিদাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেই পরবর্তী মিশনে বেরিয়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। লক্ষ্য এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজেদের জয়ধ্বজা ওড়ানো। শুক্রবার, ২২ জুলাই পোর্ট অফ স্পেনে প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল ভারতীয় দল।


ইংল্যান্ড থেকেই ক্যারিবিয়ানের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শিখর ধবন (Shikhar Dhawan), মহম্মদ সিরাজরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে ধবন দলের সতীর্থদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন। সেই রিলে সিরাজ, ধবন তো আছেনই, তার পাশপাশি ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজাদেরও এই ভিডিওতে দেখা গিয়েছে। তবে ভিডিওয় ভারতীয় ক্রিকেটাররা নন, সবথেকে বেশি নজর কাড়লেন দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে পাড়ি দেবেন কে এল রাহুল ও কুলদীপ যাদবও। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুজনই ফিট হয়ে গিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দুজনই তৈরি। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় শিবিরে যোগ দিতে শনিবার উড়ে যাচ্ছেন কুলদীপ ও রাহুল।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ান ডে সিরিজ খেলতে শিখর ধবন, আবেশ খানরা ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন। ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টির লড়াই। সেই দলে নির্বাচিত হয়েছেন রাহুল ও কুলদীপ, দুজনই। তবে দল ঘোষণার দিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে রাখা হয়েছিল যে, ফিট হলে তবেই খেলবেন রাহুল ও কুলদীপ।


জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সূত্রে খবর, ফিট হয়ে গিয়েছেন রাহুল ও কুলদীপ, দুজনই। তাঁদের রিহ্যাব পর্ব সমাপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম ফিজিও নীতিন পটেলের তত্ত্বাবধানে দুজনই উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছেন। শনিবার তাঁরা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে যাবেন।


আরও পড়ুন: বাংলার বোলিং কোচ হওয়ার প্রস্তাব বিধায়ক দিন্দাকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌরভ?