হারারে: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। জিতেছিল টিম ইন্ডিয়াও। জিম্বাবোয়ে সফরেও (IND vs ZIM) প্রাথমিকভাবে তাঁকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তবে কেএল রাহুল (KL Rahul) ফিট হয়ে যাওয়ায় অধিনায়কত্ব গিয়েছে। সহ-অধিনায়ক হয়েই খুশি থাকতে হচ্ছে শিখর ধবনকে (Shikhar Dhawan)। তবে তার জন্য ক্ষোভ নয়, বরং রাহুল ফেরায় খুশিই ধবন।


রাহুলের প্রত্যাবর্তন নিয়ে মতামত


প্রথম ওয়ান ডে ম্যাচের আগে আজ শিখর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাহুলের প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে শিখর জানান, 'কেএল রাহুলের প্রত্যাবর্তন এবং ওর দলকে নেতৃত্ব দেওয়াটা খুবই ইতিবাচক একটা দিক। ও দলের অন্যতম প্রধান খেলোয়াড়। সামনেই এশিয়া কাপ আসছে, সুতরাং, এটা ওর জন্য খুবই ভাল খবর। আশা করছি এই সফরে ও সাফল্য পাবে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়াটা হতাশাজনক বটে। তবে চোটআঘাত খেলারই অঙ্গ, আশা করছি ও দ্রুতই চোট সারিয়ে ফিরে আসবে।' ব্যক্তিগতভাবেও সিরিজে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর শিখর।


ছয় বছর পরে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে গিয়েছে। এতদিন পরে জিম্বাবোয়ে সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই সফরের ফলে ভারত এবং জিম্বাবোয়ে, উভয় দলই উপকৃত হবে বলে মনে করছেন শিখর। তিনি বলেন, 'আমাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সফরটা বিশ্ব ক্রিকেটের জন্য ভাল খবর। এটা আমাদের এবং ওদের, উভয় দলের জন্যই ভাল খবর। এই সফরে আমাদের দল তুলনামূলকভাবে তারুণ্যে ভরপুর। তরুণদের পরখ করে নেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। জিম্বাবোয়েও প্রতিভাবান দলগুলির বিরুদ্ধে খেলেই তো উন্নতি করবে।'


কাঁধের চোটে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদলে এই সিরিজে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। 


জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-


কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।


আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরেও নেই সুন্দর, পরিবর্তে প্রথমবার জাতীয় সুযোগ পেলেন বাংলার শাহবাজ