মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনি চিরদিন ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না। তাই ধোনিকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে দলকে মানসিক প্রস্তুতি নিতে হবে। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বলেছেন, ধোনি সবসময় খেলবেন না এবং আর দীর্ঘদিন ধরে খেলবেন না, এই বাস্তবতা সম্পর্কে সইয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেটকে। জীবনের সব ভালোর মতোই, দুর্দান্ত প্লেয়ারদের কেরিয়ারেরও একদিন না একদিন অন্ত হবে।
সৌরভ বলেছেন, প্রত্যেক প্লেয়ারকেই একদিন অবসর নিতে হয়। এটাই খেলা।ফুটবলেও মারাদোনাকে অবসর নিতে হয়েছে। তাঁর থেকে বড় প্লেয়ার তো কেউ ছিলেন না। তেন্ডুলকর, লারা, ব্র্যাডম্যান..প্রত্যেককেই বিদায় নিতে হয়েছে। এটাই চলে আসছে এবং আগামী দিনেও এমনটাই হবে।
তবে সৌরভ মনে করেন, নিজের অবসরের ব্যাপারে সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন ধোনি।
প্রাক্তন অধিনায়ক বলেছেন, ধোনি তাঁর কেরিয়ারের এমন একটা সময়ে রয়েছেন, যেখানে তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে-আমি আগামী দিনে কী করব, ভবিষ্যতে আমি কী অবদান রাখতে পারি, অন্য প্লেয়ারের মতো নয়, এমএস ধোনির মতো ভারতকে জয় এনে দিতে পারব কিনা। ....কারণ, ধোনি, বিরাট কোহলি ও তেন্ডুলকররা কিছুদিন এমনভাবে খেলেন..তখন একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় যে,তাঁরা একটা নির্দিষ্টভাবে খেলবেন এবং দলকে জিতিয়ে দেবেন। আমি মনে করি, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ধোনিকেই।
ধোনি খুব বেশিদিন খেলবেন না, এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে ভারতীয় দলকে, বললেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2019 01:48 PM (IST)
মহেন্দ্র সিংহ ধোনি চিরদিন ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না। তাই ধোনিকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে দলকে মানসিক প্রস্তুতি নিতে হবে। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -