মুম্বই: উত্তেজক তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবাসরীয় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ দখল করল ভারত।
সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। ফলে এদিনের নিয়মরক্ষার ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হয় ভারতীয় দলে। পেসার জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ সিরাজ। ওয়াশিংটনের এটাই জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী। আসেলা গুণরত্নে (৩৬) এবং দাসুন শানাকা (২৯) দৌলতে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট দখল করেন জয়দেব উনাদকত ও হার্দিক পাণ্ড্য। একটি করে উইকেট দখল করেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
জবাবে, ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু-রা। লক্ষ্য বেশি ছিল না। কিন্তু, শুরুতেই আউট হন লোকেশ রাহুল (৪)। এদিন ভাল শুরু করেও, বেশি রান করতে পারেননি রোহিত শর্মা। ২০ বলে ২৭ রান করেন। রোহিত আউট হওয়ার পর ভারতের ইনিংস টানতে থাকেন মণীশ পাণ্ডে (৩২) ও শ্রেয়স আয়ার (৩০)।
কিন্তু, মাঝের ওভারে রান তোলার গতিও স্লথ হয়ে যায়। বাউন্ডারি হচ্ছিল না একটা সময়ে। ফলে, দ্রুত রান তোলার তাগিদে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অবশেষে ধোনি (অপরাজিত ১৬) ও দীনেশ কার্তিক (অপরাজিত ১৮) মিলে বাকি কাজ করে দেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে চামীরা ও শানাকা ২টি করে উইকেট দখল করেন। কিন্তু বাকি বোলাররা তেমন দাগ কাটতে পারেননি।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা দল- নিরোশন ডিকওয়েলা, উপুল থরঙ্গা, কুশল পেরেরা, দানুষ্কা গুণতিলকা, সাদিরা সমরবিক্রমা, আসেলা গুণরত্নে, দাসুন শনাকা, থিসারা পেরেরা (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়, দুষ্মন্ত চামিরা ও নুয়ান প্রদীপ।