ডমিনিকা: বাংলায় একটা প্রবাদ আছে, 'সকালটা দেখলেই বোঝা যায় সারাটাদিন কেমন যাবে'। ডমিনিকা টেস্টের প্রথম দিনেই আঁচ পাওয়া গিয়েছিল যে খেলার গতিপ্রকৃতি কেমন হতে চলেছে। তবুও ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। তাই এমন সম্ভাবনাও করা হচ্ছিল যে ঘরের মাঠে ম্যাচের মোর ঘুরিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তা আদৌ হল না। বরং ডমিনিকা টেস্টে রীতিমতো নাস্তানাবুদ হতে হল তাদের। ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হেরে গেল ক্রেইগ ব্রেথওয়েটের দল। গোটা ম্যাচে আধিপত্য দেখাল ভারতীয় দল। ব্যাট হাতে জয়সওয়াল, রোহিতের সেঞ্চুরি ও বল হাতে রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচে মোট ১২ উইকেট দখল।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭১ রানের লিড নিয়ে। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা। আগের দিন বিরাট ও যশস্বী অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। গতকাল নিজের দেড়শো রানের গণ্ডিও পেরিয়ে যান জয়সওয়াল। দুশো রান করার সুযোগ যদিও হাতছাড়া করেন তিনি। ৩৮৭ বলে ১৭১ রান করে আলজারি জোসেফের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন যশস্বী। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৩ রান করে ফেরেন। বিরাট এদিকে নিজের টেস্ট কেরিয়ারের ২৯ তম অর্ধশতরান পূরণ করে নেন। ১৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। কেমার রোচের বলে ব্যক্তিগত ৭২ রানে থাকা বিরাট কোহলির ক্যাচ ফেলেন ক্যারিবিয়ান উইকেটকিপার জোশুয়া দ্য সিলভা। তবে এরপর ৭৬ রানের মাথায় রাহকিম কর্নওয়ালের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। শেষ পর্যন্ত বোর্ডে ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭১ রানের লিড নিয়ে। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা।
ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমেই শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ভারতীয় স্পিনারদের ভেল্কি। ক্রেগ ব্র্যাথওয়েটকে (৭ রান) ফেরান অশ্বিন। তেজনারায়ণ চন্দ্রপলকে ফেরান জাডেজা। রেমন রিফারকে (১১ রান) ফেরালেন জাডেজা। জেরমাইন ব্ল্যাকউড (৫ রান) ফেরেন অশ্বিনের বলে। আথানাজে ২৮ রান করে অশ্বিনের শিকার হন। জশুয়া ডি সিলভা ১৩ রান করে সিরাজের বলে লেগবিফোর হয়ে ফেরেন। লোয়ার অর্ডারে ২০ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। শেষ পর্যন্ত ১৩০ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।