সিডনি: ম্যাচ পরিত্যক্ত। সিডনিতে বৃষ্টির কারণে খেলা তো দূর টস পর্যন্ত হল না। আর সেকারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে চলে গেল ভারত। উল্লেখ্য, এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে তাঁরাই রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। ফাইনাল হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।





প্রেক্ষাপট:


টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলায় অপরাজিত থেকেই শেষ চারের লড়াইয়ে ভারত। আজ সিডনিতে সেমিফাইনালে ভারতীয় দলের মুখোমুখি ইংল্যান্ড। খাতায় কলমে এগিয়ে থাকলেও বড় পরীক্ষার আগে কিছুটা সতর্কও হরমনপ্রীত কউর, শেফালি বর্মারা। ইংল্যান্ডকে হারাতে পারলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলার টিকিট পেয়ে যাবে ভারতীয় মেয়ারা। আর এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না রমনের দল। তবে এই মুহূর্তে ইংল্যান্ড দল নয়, ভারতকে ভাবাচ্ছে বৃষ্টি। যদি খেলা ভেস্তে যায়, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে ভারতই। ম্যাচ না খেলেই ফাইনালে থ্রু হওয়ার সুযোগ থাকবে হরমনপ্রীতদের কাছে।  কিন্তু যদি ১০ ওভারও খেলা হয় তাহলে এই পরিবেশে ভয়ঙ্কর হতে পারেন ব্রিটিশ বোলার সোফি একেলস্টোন।



আজ খেলা শুরু হওয়ার ক্ষেত্রে টস অবশ্যই শেষ করতে হবে ভারতীয় সময়ে ১১টা বেজে ৬ মিনিটের মধ্যে। আর টস হওয়ার পর ১১টা বেজে ২১ মিনিটের মধ্যেই খেলা শুরু করতে হবে। বৃষ্টির কারণে সেটা না হলে ভারতের ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনায় সিলমোহর পড়বে।





কোথায় ভারত-ইংল্যান্ড ম্যাচ: সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া

সময়: খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯.৩০

সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি