সিডনি: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বনাম শীর্ষ স্থানে থাকা বোলার। কাল, বৃহস্পতিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচকে অনেকে শেফালি বর্মা ও সোফি একেলস্টোনের লড়াই হিসাবে দেখছেন। চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ স্ট্রাইক রেট শেফালিরই। ১৬১! অন্যদিকে কৃপণতম বোলিং করেছেন সোফি। তাঁর ইকনমি রেট ৩.২৩।


এবং শেফালিই যে শেষ চারের লড়াইয়ে ভারতের তুরুপের তাস হতে চলেছেন, ইঙ্গিত দিয়ে রেখেছেন হরমনপ্রীত কউর। সতীর্থ শেফালির দুষ্টুমির কথা শুনেছেন হরমনপ্রীত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ও ভীষণ দুষ্টু। ওর জন্যই দলের মধ্যে সবসময় খুশির আবহ। ইতিবাচক পরিবেশ তৈরি করে দেয় নিমেশে। সব সময় উপভোগ করতে চায়।’ হরমনপ্রীত যোগ করেছেন, ‘ওর সঙ্গে ব্যাটিং করলে চাপমুক্ত হয়ে খেলতে সাহায্য করে। দলে এরকম খেলোয়াড় দরকার হয়।’

ভারতকে অবশ্য উদ্বেগে রাখবে অধিনায়কের ব্যাটিং ফর্ম ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী রেকর্ড। চলতি টুর্নামেন্টে গ্রুপে চারটি ম্যাচই জিতেছে ভারত। তবে একটি ম্যাচেও রান পাননি হরমনপ্রীত। সর্বোচ্চ ১৫ রান। আর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডকে কখনও হারাতে পারেনি ভারত। পাঁচবার মুখোমুখি হয়ে প্রত্যেকবারই হেরেছে। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ইংল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত।

সেই সঙ্গে থাকছে বৃষ্টির কাঁটাও। বুধবার বৃষ্টির জন্য মাঠে প্র্যাক্টিস করতে পারেননি ভারতীয় মহিলা দলের ক্রিকেটারেরা। ইন্ডোরে অনুশীলন করতে হয়। তবে পরে ইংল্যান্ড প্র্যাক্টিস করার সময় আবহাওয়ার উন্নতি হওয়ায় মাঠে অনুশীলন করতে পারেন তাঁরা। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা ভারতের। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবেন হরমনপ্রীতরা। যেহেতু গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছে ভারত। সেখানে ইংল্যান্ড গ্রুপে একটি ম্যাচ হেরেছে। দুই দলই সম্ভবত অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে শেষ চারের লড়াইয়ে নামছে।

বৃহস্পতিবারই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

কোথায় ভারত-ইংল্যান্ড ম্যাচ: সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া

সময়: খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯.৩০

সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি