কুয়ালালামপুর: বাংলাদেশের কাছে হারের ধাক্কা সামলে মহিলাদের এশিয়া কাপে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। আজ শ্রীলঙ্কাকে সহজেই ৭ উইকেটে হারিয়ে দিল হরমনপ্রীত কউরের দল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল ভারতীয় দল। শনিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই। সেই ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।


আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০৭ রান করে শ্রীলঙ্কা। মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করেন। সর্বোচ্চ ৪৬ করে অপরাজিত থাকে হাসিনি পেরেরা। ২৭ রান করেন যশোদা মেন্ডিস। ভারতের হয়ে একতা বিস্ত দু’টি এবং ঝুলন গোস্বামী, অনুজা পাতিল ও পুনম যাদব একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে কোনওরকম সমস্যায় পড়েনি ভারতীয় দল। মিতালি রাজ ২৩, হরমনপ্রীত ২৪ ও বেদা কৃষ্ণমূর্তি অপরাজিত ২৯ রান করেন।