বেঙ্গালুরু: কথায় আছে শেষ ভাল যার সব ভাল তাঁর। আর সেটাই হল। সিরিজের শুরুটা খারাপ হলেও শেষটা ভাল করে মুখে চওড়া হাসি নিয়ে ট্রফি তুলে নিল ভারত। তিন ম্যাচের সিরিজে প্রথমটা হার। তারপর পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল বিরাট ব্রিগেড। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্নায়ক ম্যাচ ৭ উইকেটে জিতল ভারত। সৌজন্যে রোহিত শর্মার শতরান, বিরাটের অর্ধশতরান এবং শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস।





এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ শতরান করলেও অজি দলকে ২৮৬ রানেই আটকে রাখেন মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজারা। ৪টি উইকেট পান বাংলার পেসার।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগলবন্দিই ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। চোটের কারণে ওপেন করতে পারেননি শিখর ধবন। শিখরের ‘অনুপস্থিতিতে’ শুরু থেকেই দায়িত্ব নেন দলের ডেপুটি রোহিত। চিন্নাস্বামীতে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট চলে বিরাটেরও। এদিন রোহিত ৯ হাজার রানের মাইল ফলকও ছুঁয়ে ফেলেন। বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েছেন তিনি। এদিকে অধিনায়ক হিসেবে সবথেকে দ্রুত ৫ হাজার ওয়ান ডে রানের রেকর্ড এসেছে বিরাটের ঝুলিতেও। শতরান হাতছাড়া হলেও বিরাটের ৮৯ রানের ইনিংস ভারতের জয়কে আরও সহজ করে দেয়। আর চারে নেমে ফিনিশারের ভূমিকায় অনবদ্য ব্যাট করেন শ্রেয়স। ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে অজিদের হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতল ভারত।