মুম্বই: তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর আগ্রাসী নেতৃত্ব ও দুরন্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত। ভারতের রান মেশিনকে বাইশ গজে আক্রমণাত্মক ভূমিকাতেই দেখা যায়। এই মুহুর্তে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটারও তিনি। তাঁর জনপ্রিয়তা এতটাই যে, অনেক ব্র্যান্ডের পোস্টার বয় করা হয়েছে তাঁকেই। উঠতি ক্রিকেটারদের কাছে আদর্শ কোহলি। টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট- কোহলিকে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং করতে দেখা যায়।
কোহলির কাছে এখন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। গাড়ি নিয়ে তাঁর শখের কথা সবারই জানা। দীর্ঘদিন ধরেই অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও কোহলি। কোহলিকে অডি ইন্ডিয়ার প্রতিটি নতুন গাড়ি লঞ্চের সময় দেখা যায়।
কোহলির গ্যারাজে মাঝেমধ্যেই নতুন গাড়ি আসে। তাহলে পুরানো গাড়িগুলির কী হয়? এই প্রশ্ন অনেক সময়ই তাঁর অনুরাগীদের মনে আসে। কোহলির এমনই একটি পুরানো গাড়ি মহারাষ্ট্রের একটি থানায় পড়ে রয়েছে। কোহলির এই গাড়িতে থানায় ধুলো ও ময়লা জমছে। এ কথা শুনে প্রশ্ন উঠতেই পারে, এমনটা কেন হল?
আসলে যখন অডি ইন্ডিয়া তাদের নয়া আর৮ লঞ্চ করেছিল, তখন তিনি তাঁর ব্যবহার করা পুরানো মডেল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল ২০১২-র অডি আর৮। কোহলির প্রথম অডি গাড়ি। ২০১৬-তে তিনি এক ব্রোকারের মাধ্যমে সাগর ঠক্কর নামে এক ব্যক্তিকে গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সাগরকে পরে একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সাগরের। এ জন্য পুলিশ তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে। ওই গাড়িটিতেই মহারাষ্ট্রের এক থানার বাইরে ধুলো ও জঞ্জাল জমছে। সাগর ওই গাড়ি তাঁর গার্লফ্রেন্ডকে উপহার দিতে কিনেছিলেন।
কল সেন্টার দুর্নীতিতে মুম্বই পুলিশ তাঁর সম্পত্তি তল্লাশি চালায় এবং অডি আর৮ গাড়ি বাজেয়াপ্ত করেছিল। গাড়ি কেনার দুই মাসের মধ্যেই ওই গাড়ি বাজেয়াপ্ত করে নেওয়া হয়।