নয়াদিল্লি: দিন কয়েক আগেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। বিশ ওভারের ফর্ম্যাটে ছয় বছর পর ভারতকে (Indian Cricket Team) হারিয়ে সিরিজ় নিজেদের নামে করেছে ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI T20I)। এই গোটা সফরেই ভারতীয় ম্যানেজমেন্ট দলে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করলেও, সিংহভাগই তেমন সাফল্য এনে দিতে পারেনি। খবর অনুযায়ী, সিরিজ়ের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রে দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে দেখা করেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।


হাতে আর মাস দু'য়েক রয়েছে। তারপরেই ভারতের মাটিতেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগে এশিয়া কাপ টুর্নামেন্টও রয়েছে। তার আগেই ভারতীয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্স অনুরাগীদের উদ্বেগ বাড়াচ্ছে, অনেকেই দ্রাবিড়ের সমালোচনাও করেছেন। এরই মাঝে দ্রাবিড়ের হোটেল রুমে তাঁর সঙ্গে জয় শাহ দেখা করেন বলে খবর। প্রায় ঘণ্টা দু'য়েক দলের কোচ ও বোর্ড সচিবের এই বৈঠক চলে বলে খবর। কিন্তু ঠিক কী কারণে দুই সাক্ষাৎ এবং কী নিয়ে দুইজনের মধ্যে এত দীর্ঘ আলোচনা হয়, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। 


জয় শাহ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কারণে গেলেও, তিনি লডারহিলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে হাজির ছিলেন। এই ক্যারিবিয়ান সফরে নবনিযুক্ত ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন। তিনিও টিম ম্যানেজমেন্টের সঙ্গে না না বিষয়ে আলোচনা করেন বলেই শোনা যাচ্ছে। ভারতীয় নির্বাচকমণ্ডলীর তরফে এখনও এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়নি। অনেকের মতে ভারতীয় ম্যানেজমেন্ট কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষা করছে। তবে এই নিয়ে ধোঁয়াশা রয়েইছে। পাশাপাশি কোচ হিসাবে বোর্ড রাহুল দ্রাবিড়ের ভবিষ্যত নিয়ে কী ভাবছে, সেই নিয়েও স্পষ্ট কোনও ইঙ্গিত নেই। তবে জয় শাহ ও দ্রাবিড়ের এই সাক্ষাতের ফলে জল্পনা যে বাড়ছে, তা বলাই বাহুল্য।  


তবে বিশ্বকাপের আগে ভারতীয় সমর্থকদের জন্য বড় সুখবর। দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি জাতীয় দলে দীর্ঘ চোটের পর প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। এই সিরিজে তাঁকে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতেও দেখা যাবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: '৪২ বছরেও তিনি সবেচেয়ে ফিট ক্রিকেটার, এটাই অনুপ্রাণিত করে', মাহি বন্দনা শ্রীলঙ্কার বোলারের