রিও ডি জেনিরো: অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগীদের সুবিধার্থে অতিরিক্ত চেয়ার ও টিভি সেট কিনতে চলেছে ভারত। এমনটাই জানালেন ভারতের শ্যেফ দি মিশন রাকেশ গুপ্ত।

খবরে প্রকাশ, রিও -তে পৌঁছে চূড়ান্ত অব্যবস্থার মুখোমুখি ভারতীয় হকি দল। গেমস ভিলেজের ঘরে পর্যাপ্ত পরিমাণে চেয়ার-টেবিল নেই বলে অভিযোগ ওঠে৷

খেলোয়াড়দের বসার ব্যবস্থা দূরে থাক, খেলোয়াড়দের পোশাক রাখার জন্য নেই আলমারিও৷

এখানেই শেষ নয়, ঘরে থাকার কথা টেলিভিশনের৷ সেই ব্যবস্থাও নেই৷ চেয়ারের বদলে দেওয়া হয়েছে কয়েকটি বিন ব্যাগ৷ যা দেখে প্রচণ্ড চটেছেন টিম ইন্ডিয়ার হকি কোচ অল্টম্যান্স৷

অভিযোগ জানিয়ে ভারতীয় দলের শ্যেফ দ্য মিশন রাজীব মোহতাকে ইমেল করেন অল্টম্যান্স৷ দাবি, কোনও গুরুত্ব দেননি তিনি৷

অবশেষে হকি ইন্ডিয়াকে টিমের পক্ষ থেকে জানাতেই ক্ষুব্ধ হকি ইন্ডিয়ার সভাপতি নরিন্দর বাত্রা সোশ্যাল মিডিয়ায় একহাত নেন শ্যেফ দ্য মিশনের বিরুদ্ধে।

সূত্রের খবর, গেমস ভিলেজের প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে ৬জন করে খেলোয়াড়৷ চেয়ার মাত্র ২টি৷

সূত্রের খবর, ভারতীয় হকি দলের পক্ষ থেকে ৭টি অ্যাপার্টমেন্টের জন্য দাবি করা হয়েছে আরও ২৮টি চেয়ার, টেলিভিশন ও আলমারি ব্যবস্থা করার জন্য৷

এরপরই নড়েচড়ে বসে ভারতীয় অলিম্পিক কমিটি। এদিন রাকেশ গুপ্ত জানান, প্রতিযোগীদের চাহিদা মেটানোর জন্য তাঁরা দ্বারস্থ হয়েছিলেন গেমস আয়োজক কমিটির।

তাঁর দাবি, কমিটি সাফ জানিয়ে দেয়, এর বেশি আয়োজন সম্ভব নয়। রাকেশ জানান, তাঁকে বলা হয়েছে, যা ব্যবস্থা রয়েছে, তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র নির্দেশানুসারেই হয়েছে।

আরও জানানো হয়, যদি কোনও দল এর বেশি সুবিধা চায়, তাহলে তাদের ট্যাঁকের কড়ি খরচ করে গেমস কমিটির থেকে কিনতে হবে।

রাকেশ জানান, সেইমতো ভারতীয় দলের জন্য অতিরিক্ত চেয়ার ও টিভি কিনতে গিয়ে দেখা যায়, সেগুলি উপলুব্ধ নয়।

ফলে বাধ্য হয়ে এবার নিজেদের উদ্যোগে বাইরে থেকে টিভি ও চেয়ার কেনার তোড়জোড় শুরু করে ভারত। জানা গিয়েছে, এর জন্য রিও-র ভারতীয় দূতাবাসের সাহায্য চাওয়া হয়েছে।

গেমস আয়োজক কমিটি জানিয়েছে, টিভি সেটে কেবল সংযোগের জন্য যে ওয়্যারিং ও ইনস্টলেশনের প্রয়োজন, তার জন্যও অতিরিক্ত খরচ বহন করতে হবে ভারতকেই।

তাতে, সম্মতি জানিয়েছেন রাকেশ। তাঁর আশ্বাস, প্রতিযোগীদের জন্য সবরকম সুবিধার বন্দোবস্ত করা হবে।