নয়াদিল্লি : শুভমন গিলকে (Subhman Gill) ফের একবার টেস্টে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন রবি শাস্ত্রী (Ravi Sashtri)। যেরকম ছন্দে ভারতীয় এই ব্যাটার রয়েছেন, তাতে তা তাঁর প্রাপ্য বলেই মনে করেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন কোচ। লাল বলের ক্রিকেটে ও নির্ধারিত ওভারের ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় এই ব্যাটার। তাই চলতে থাকা বর্ডার-গাওস্কর ট্রফিতেই ফের একবার টেস্টের মঞ্চে গিলকে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন শাস্ত্রী।
ইতিমধ্যে অস্ট্রেলিয়াকে প্রথম দুটি টেস্টেই হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজের তৃতীয়টি বুধবার থেকে শুরু হচ্ছে ইনদোরের হোলকার স্টেডিয়ামে। যে ম্যাচেই গিলকে ফের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন ভারতের প্রাক্তন কোচ। রবি শাস্ত্রী বলেছেন, 'দুরন্ত ছন্দে রয়েছে ও (গিল)। রান পাক বা না পাক ওঁকে সুযোগ দেওয়া উচিত। যখন একজন ক্রিকেটার ছন্দে ও আত্মবিশ্বাসে রয়েছে তখন দলেরই অনেকের মনে হতে পারে, এই ছেলেটা কেন সুযোগ পাচ্ছে না।
ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে খেলার সুযোগ পেয়ে শতরান হাঁকিয়েছিলেন শুভমন গিল। পাশাপাশি নির্ধারিত ওভারের ক্রিকেটেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে চারটি শতরান হাঁকিয়েছেন তিনি। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রানের ঝকঝকে ইনিংসও রয়েছে। এই মুহূর্তে গিল যদি তৃতীয় সিরিজে সুযোগ পান তাহলে শেষ ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট আরও ভাল করে দল নির্বাচনের সুযোগ পাবে বলেও মনে করেন শাস্ত্রী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাওস্কর সিরিজে সেভাবে ছন্দে নেই ভারতীয় মিডল অর্ডার। কেএল রাহুল ও চেতেশ্বর পূজারা সেভাবে রান পাননি। রানের খরা চলছে শ্রেয়স আইয়ারের ব্যাটেও। নয়াদিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ রান করেছেন শ্রেয়স। এই অবস্থায় গিলের সুযোগ পাওয়া উচিত বলেই দাবি করে শাস্ত্রী বলেছেন, 'পারফরম্যান্সের বিচারেই সরাসরি স্থান পাওয়া উচিত ওঁর। দল নির্বাচনের ক্ষেত্রে যে কাজটাই কোচকে করতে হয়। কোনও ক্রিকেটারকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দিতে হলে পারফরম্যান্সের নিরিখ সরাসরি তাঁর সামনে রেখেও বলতে হয়। কখনও কখনও যে ছন্দে রয়েছে তাঁর কাছে সুযোগটা যেমন কাজের, তেমনই যাঁকে বসানো হচ্ছে তাঁর কাছেও চ্যালেঞ্জ। ২০১৯-এ কেএলকে অস্ট্রেলিয়ায় বসানো হয়েছিল, যার পরে দুরন্তভাবে প্রত্যাবর্তন করেছিল।'
আরও পড়ুন- ওয়াংখেড়েতে বসছে 'ঈশ্বরের' মূর্তি, জায়গা বাছতে হাজির নিজেই