মুম্বই : ক্রিকেটের অন্যতম পীঠস্থানে বসছে ক্রিকেট ঈশ্বরের মূর্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হবে সচিন তেন্ডুলকারের পূর্ণাবয়াব মূর্তি (Sachin Statue at Wankhede)। কোন জায়গায় মূর্তি বসানো হবে, সেই জায়গা খতিয়ে দেখতে হাজির হয়ে যা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার। মূর্তি-প্রসঙ্গে কথা বলার মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাধিক ব্যক্তিগত থেকে দলগত ইতিহাস উঠে এল তাঁর গলায়।


মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমসিএ (MCA) প্রেসিডেন্ট অমোল কালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূর্তি বসানোর কথা জানিয়ে বলেছেন, ঐতিহাসিক ওয়াংখেড়ে এই প্রথম কোনও ক্রিকেটারের মূর্তি বসতে চলেছে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় যে মূর্তি উন্মোচন করা হবে। এমসিএ লাউঞ্জে গোল পাটাতনের ওপর বসানো থাকবে ক্রিকেট ঈশ্বরের পূর্ণাবয়াব মূর্তি। ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে ক্রিকেটারদের মূর্তি বসানোর নজির তেমন একটা নেই ভারতে। শুধুমাত্র নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অন্ধ্রপ্রদেশের ভিডিসিএ স্টেডিয়ামে রয়েছেন সিকে নায়ডুর মূর্তি।


মঙ্গলবার সস্ত্রীক ওয়াংখেড়ে স্টেডিয়াম ঘুরে দেখতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। তিনি বলেছেন, ১৯৯৮ সালে এই মাঠেই সবটা শুরু হয়েছিল। আপ্লুত এই উপহারের খবরে। আমার কেরিয়ারের সেরা মুহূর্ত, ২০১১ সালের বিশ্বকাপ জয়ও এই মাঠেই। সচিন জানিয়েছেন, ছোটবেলায় আচরেকর স্যার এই মাঠে নিয়ে এসেছিলেন, যারপর থেকেই ক্রিকেটার হওয়ার পথে আসল যাত্রা শুরু হয়েছিল। এই মাঠে একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে।


পাশাপাশি সচিনের সরশ মন্তব্য, নিজেকে এখনও ২৫ বছরেরই মনে হয়, হ্যাঁ সঙ্গে ২৫ বছরের অভিজ্ঞতা আরও হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমার কাছে বরাবরই বিশেষ একটা জায়গা। সেখানে আমাকে জায়গা দেওয়ার যে প্রয়াস এমসিএ নিয়েছে, তা খুব ভাল লেগেছে। আজ এমসিএ-র তরফে ডাকা হয়েছিল মূর্তিটি নিয়ে আলোচনা ও তা কোথায় বসানো হবে তা দেখানোর জন্য।


ভারতের হয়ে ২০০ টেস্ট, ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি ২০ ম্যাচে খেলেছেন সচিন তেন্ডুলকর। ভিন্ন মঞ্চ মিলিয়ে মোট ৩৪ হাজার ৩৫৭ রান ও শত শতরানের একমাত্র ও অনন্য নজির রয়েছে ক্রিকেট ঈশ্বরের দখলে। ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের জার্সিতে ক্রিকেট বিশ্বকাপও জিতেছিলেন সচিন। এমসিএ-র তরফে জানানো হয়েছে, আগামী বছর বিশ্বকাপের মঞ্চে যখন গোটা বিশ্বের ক্রিকেট পরিবার এদেশে আসবে, সেই সময়ই ওয়াংখেড়েতে উন্মোচন করা হবে সচিনের মূর্তি। 




আরও পড়ুন- মেসি-স্কালোনি থেকে মার্তিনেজ, ভক্তরা, ফিফার 'বেস্ট' মঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তাইনদের দাপট