নয়াদিল্লি: ইংল্যান্ডে চলতি বিশ্বকাপ দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত গত শনিবার আফগানিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। টানটান উত্তেজনাপূর্ণ লো স্কোরিং ম্যাচে ভারত আফগানিস্তানকে ১১ রানে হারিয়ে দিয়েছে। ওই ম্যাচে ভারতীয় দলের একটি বিশেষত্ব দেখা গিয়েছে। ওই এই প্রথমবার টিম ইন্ডিয়ার যে এগারোজন খেলেছিলেন, তাঁরা ভিন্ন ভিন্ন ১১ রঞ্জি দলের প্রতিনিধিত্ব করেন।


আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন রঞ্জি দলের খেলোয়াড়। অধিনায়ক বিরাট কোহলি দিল্লি, সহ অধিনায়ক  রোহিত শর্মা মুম্বই, কে এল রাহুল কর্নাটক, বিজয় শঙ্কর তামিলনাড়ু, কেদার যাদব মহারাষ্ট্র, মহেন্দ্র সিংহ ধোনি ঝাড়খণ্ড, হার্দিক পান্ড্য বরোদা, মহম্মদ শামি বাংলা, জসপ্রিত বুমরাহ গুজরাত, কুলদীপ যাদব উত্তরপ্রদেশ এবং যজুবেন্দ্র চাহল হরিয়ানার হয়ে রঞ্জিতে খেলেন।