রাজকোট: তিনি বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে পারতেন। কিন্তু চোট পেয়ে স্বপ্নভঙ্গ হয়। ছিটকে যান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না সৌরাষ্ট্রের অলরাউন্ডার।                             

  


মেলবোর্নে ভারতীয় দল যখন পাকিস্তানকে হারিয়ে টগবগ করছে, তখন দীপাবলির আনন্দে মাতলেন জাডেজা। স্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বাঁহাতি অলরাউন্ডার। সেই ছবিতে দেখা যাচ্ছে, সাবেক সাজে জাডেজা। পরেছেন কালো রংয়ের গলাবন্ধ শেরওয়ানি। পাজামা। পায়ে নাগরাই জুতো। স্ত্রী রিভাও পরেছিলেন সাবেক পোশাক। জাডেজা লিখেছেন, 'সকলকে দীপাবলির শুভেচ্ছা'।                                                                                                                


তবে অস্ট্রেলিয়ায় না থাকলেও বিশ্বকাপ থেকে দূরে নেই জাডেজা। ভারতের খেলা দেখছেন। পাকিস্তান ম্যাচের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের উৎসাহ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।                                      


 



খুব ধীরে হলেও সুস্থতার পথে এগোচ্ছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। প্রথমে অল্পস্বল্প হাঁটতে শুরু করেছিলেন। এখন জগিং করার মতো হালকা দৌড়েচ্ছেন জাড্ডু। অস্ত্রোপচার থেকে ফিট হয়ে ওঠার এই সফরের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জাডেজা। ইনস্টাগ্রামে ফের একটি ভিডিও আপলোড করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার। ভিডিওতে দেখা যাচ্ছে জিমের মধ্যে জগিং করছেন সৌরাষ্ট্রের ক্রিকেটার। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে (NCA) জোরকদমে রিহ্যাব চলছিল তাঁর। এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পান তিনি। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই তাঁর অস্ত্রোপচার করা হয়। এখন সুস্থতার পথে তিনি। আপাতত ছুটি কাটাচ্ছেন তিনি।


আরও পড়ুন: কোহলির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত পাকিস্তানের মহিলা ক্রিকেটার