সাউদাম্পটন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আর ৭২ ঘণ্টাও বাকি নেই। তার আগে কোথায় পিচ কেমন বা কেন উইলিয়ামসনকে আউট করার জন্য কী কৌশল অবলম্বন করার কথা ভাবছে, মহম্মদ শামি, ইশান্ত শর্মা বা আর অশ্বিনরা হয়তো সেরকম কিছু প্রশ্নই আশা করেছিলেন। একইভাবে ভারতীয় টেস্ট দলের ব্যাটিংয়ের অন্যতম সেরা দুই মুখ অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা হয়তো ভেবেছিলেন, তাঁদের প্রশ্ন করা হবে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের সামলানোর নকশা।


অথচ ভারতীয় ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়ল সম্পূর্ণ অন্য় এক প্রশ্ন। ইংল্যান্ডে শ্যুটিং হয়েছে, এরকম তিনটি সিনেমার নাম বলুন! বিশ্বের তাবড় প্রতিপক্ষদের ঘুম উড়িয়ে দেওয়া তারকা ক্রিকেটারেরা যে প্রশ্নে কার্যত ঢোঁক গিললেন। তারপর আমতা আমতা করে জবাব দিলেন। গুছিয়ে জবাব দিতে পারলেনও না। চেতেশ্বর পূজারা যেমন সাফ বলে দিলেন, 'আমি জানি না। আপনাকেই উত্তরটা বলে দিতে হবে।' অজিঙ্ক রাহানে বললেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে।' তাঁকে মনে করিয়ে দেওয়া হল, একটি নয়, তিনটি সিনেমার নাম বলতে হবে। শুনে যেন আঁতকে উঠলেন রাহানে। বললেন, 'ডিডিএলজি ছাড়া আরও দুটো সিনেমার নাম বলতে হবে? আচ্ছা, হাউসফুল।' ইশান্ত শর্মা বললেন, 'ডিডিএলজি। আমার প্রিয়। এছাড়া নমস্তে লন্ডন।' তারপর ভেবেচিন্তে যোগ করলেন, 'কুইন।'


অফস্পিনার আর অশ্বিন বললেন, 'আমি সিনেমা উপভোগ করি। তবে এত কিছু মনে রাখতে পারি না।' মহম্মদ শামি বললেন, 'নমস্তে লন্ডন। ডিডিএলজি।'



এতক্ষণ পড়ে ভাবতে পারেন, ক্রিকেটারেরা সিনেমা নিয়ে আলোচনায় ব্যস্ত কেন? আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের জন্য মজার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের র‌্যাপিড ফায়ার রাউন্ডে কিছু প্রশ্ন করা হয়। তাতে মজার সব উত্তর দেন ক্রিকেটারেরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার একঘেঁয়েমি এই ভিডিও অনেকটাই কাটিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।