বাংলাদেশকে হারিয়ে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত
Web Desk, ABP Ananda | 04 Jan 2017 08:47 PM (IST)
শিলিগুড়ি: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একপেশে ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। এই নিয়ে টানা ১৯টি ম্যাচে অপরাজিত ভারতীয় দল। জয় ১৮টি ম্যাচে। আজ ফাইনালেও ভারতের অসাধারণ ফর্ম বজায় ছিল। ১২ মিনিটেই প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন ডাঙ্গমেই গ্রেস। এরপর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। ৪০ মিনিটে খেলায় সমতা ফেরান সিরত জাহান স্বপ্না। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভারতেরই দাপট ছিল। ৬০ মিনিটে বালা দেবীকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সস্মিতা মালিক। এরপর ৬৭ মিনিটে ইন্দুমতীর একটি নিরীহ শটের বাউন্স আন্দাজ করতে ব্যর্থ হন বাংলাদেশের গোলকিপার সাবিনা। বলটি তাঁর নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। এরপর আরও সুযোগ পায় ভারত। কিন্তু গোলসংখ্যা বাড়েনি।