জাকার্তা: শনিবার থেকে শুরু হচ্ছে এবারের এশিয়ান গেমস। ভারতের অ্যাথলিটরা ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাঙ্গে পৌঁছে গিয়েছে। আজ এই দুই জায়গাতেই গেমস ভিলেজে পালিত হল স্বাধীনতা দিবস। তোলা হল জাতীয় পতাকা।



পালেমবাঙ্গে ভারতের ডেপুটি শ্যেফ ডে মিশন বলবীর সিংহ কুশওয়াহা জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনাড়ম্বর অনুষ্ঠানে হাজির ছিলেন ২৫ জন অ্যাথলিট। জাকার্তাতেও একইভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হকি দলের অধিনায়ক পি আর শ্রীজেশ জাকার্তা থেকে একটি ভিডিও ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।