লন্ডন: ভারতীয় ক্রিকেট দল এখন অধিনায়ক বিরাট কোহলির উপর অত্যধিক নির্ভরশীল, এমনটা মানতে নারাজ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা। তিনি বলেছেন, ‘বিরাট গত কয়েক বছর ধরেই এভাবে ব্যাটিং করছে। ও অবিশ্বাস্য পারফর্মার। তবে অন্যান্য ব্যাটসম্যানরাও ভাল। (চেতেশ্বর) পূজারা ও (অজিঙ্কা) রাহানে দুর্দান্ত ব্যাটসম্যান। টেস্টে পূজারার গড় ৫০। বিদেশে রাহানের গড় ৫০। এছাড়া অন্যান্য ব্যাটসম্যানরাও ভাল। লোকেশ রাহুল যখন ফর্মে থাকে তখন ও ব্যাটিং দেখতে দারুণ লাগে। মুরলী বিজয়, শিখর ধবন, দীনেশ কার্তিক-এই নামগুলোও সামান্য নয়। তাই ভারতীয় দল শুধু বিরাটের উপর নির্ভরশীল, এটা বললে অন্যদের প্রতি অবিচার হবে।’


এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দল প্রথম দু’টি টেস্টেই ভারতীয় দল হেরে গিয়েছে। প্রথম টেস্টে দুই ইনিংসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান বিরাট। বাকিরা রান পাননি। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ভারতের ব্যাটিং লাইনআপ ব্যর্থ। এর জন্য প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন সঙ্গাকারা। তিনি বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা ইংল্যান্ডে সমস্যায় পড়েছে। এর একটা কারণ হতে পারে প্রস্তুতির অভাব। টেস্ট ম্যাচ খেলার সময় প্রস্তুতি নেওয়া যায় না। তাই এ বিষয়ে ভাবা উচিত। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ইংরেজ বোলারদের জবাব দেওয়ার জন্য আত্মবিশ্বাস খুঁজতে হবে। উপমহাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা কাজে লাগিয়েছে ইংল্যান্ডের বোলাররা। তার ফলে ভারতীয় দলের ক্ষেত্রে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি হয়ে গিয়েছে।’