নয়াদিল্লি: ১৯৭৫ সালে কুয়ালালামপরে প্রথমবার হকি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় হকি দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার অশোক কুমার। সেই ফাইনালের জয়সূচক গোলটিও এসেছিল অশোক কুমারের স্টিক থেকেই। মেজর ধ্য়ানচাঁদ সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশোক কুমার। ভারতীয় হকি নিয়ে আশার বানী শোনালেন এই কিংবদন্তি। তিনি মনে করেন টানা দুটো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া ভারতীয় হকির জন্য সবচেয়ে স্বর্ণোজ্জ্বল মুহূর্ত।
৭৫ বছর বয়সি ভারতীয় হকির এই কিংবদন্তি বলছেন, ''আমরা যখন হকি খেলতাম তখন প্রাকৃতিক ঘাসে খেলতাম। কিন্তু এখন সব বদলে গিয়েছে। এখন অ্য়াস্ট্রােটার্ফে খেলা হয়। স্কিলসেটটা এখনও আগের মতই রয়েছে। বাকি সব বদলে গিয়েছে। ১৯৮০ সাল পর্যন্ত আমরা আটবার অলিম্পিক্সে সোনা জিতেছিলাম। কিন্তু এরপরই ঘাস বদলে যায়। অ্য়াস্ট্রোটার্ফ আসে। ১৯৯০-২০০০ পর্যন্ত আমাদের দলে কয়েকজন প্লেয়ার ছিলেন, যাঁরা খেলাটা বাঁচিয়ে রাখতেন। অ্য়াস্ট্রোটার্ফের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন সবাই। কিন্তু এখন আমরা আরও অনেক পরিণত। অলিম্পিক্সে টানা দুবার পদক জিতেছি আমরা। এশিয়ান হকিতে আমরাই এখন রাজ করছি।''
অশোক কুমার আরও বলেন, ''আমরা এখন একমাত্র হকি বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করছি। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু আগামী বছরের বিশ্বকাপও জেতা।'' উল্লেখ্য়, ২০২৬ সালের আগস্ট মাসের ১৪-৩০ তারিখ পর্যন্ত বেলজিয়াম, আমস্টেলভিন, ওয়ার্ভে আয়োজিত হবে হকি বিশ্বকাপ। নিজের কেরিয়ারে অশোক কুমার হকি বিশ্বকাপ জেতা ছাড়াও ১৯৭১ সালে বিশ্বকাপে ব্রোঞ্জ ও ১৯৭৩ সালে বিশ্বকাপে রুপো জিতেছিলেন। এছাড়াও ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন।
সাম্প্রতিক সময়ে ভারতীয় হকির দুরন্ত সাফল্যের নেপথ্যে হরমনপ্রীতের অবদান বিশাল। প্যারিসও দলের হয়ে সর্বাধিক গোল করেছিলেন তিনিই। যদিও খেলরত্ন সম্মানে সম্মানিত হওয়ার পরই ভারতীয় হকি দলের অধিনায়ক জানিয়ে দিলেন এই কৃতিত্ব পুরোটাই তাঁর পরিবার ও দলের সতীর্থদের প্রাপ্য। টোকিও অলিম্পিক্সেও ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরমনপ্রীত। এছাড়াও বর্ষসেরা হকি প্লেয়ারের পুরস্কারও জিতে নিয়েছিলেন ২৯ বছর বয়সি অমৃতসরের এই তরুণ। হরমনপ্রীত বলছেন, ''এই সম্মান পেয়ে আমি বেজায় খুশি। এই সাফল্যের নেপথ্যে আমার পরিবারের সদস্যরা ও দলের সতীর্থদের অবদান বিরাট। ওঁরা ছাড়া এই সম্মান আমি পেতাম না। সতীর্থরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছেন ভারতীয় হকির স্বার্থে। বিভিন্ন টুর্নামেন্টে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। অলিম্পিক্সে পদক জিতেছি।''