নয়াদিল্লি: হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে (Asian Hockey Champions Trophy 2024) মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল ভারত। ৮-১ গোলে বড় জয় ছিনিয়ে নিয়েছে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল (Indian Hockey Team)। দলের হয়ে হ্যাটট্রিক করেন রাজকুমার পাল (Rajkumar Pal)। তিনি ছাড়াও ভারতীয় দলের হয়ে গোল করেন অরাইজিৎ সিংহ (২টো), যুগরাজ সিংহ, ক্যাপ্টেন হরমনপ্রীত সিংহ, উত্তম সিংহ। 


এদিন ম্য়াচের ৩, ২৫ ও ৩৩ মিনিটের মাথায় তিনটি গোল করেন রাজকুমার। এছাড়া অরাইজিৎ ৬ মিনিট ও ৩৯ মিনিটের মাথায় দুটো গোল করেন। যুগরাজ সিংহ ৭ মিনিটের মাথায় গোল করেছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত সিংহ ২২ মিনিটের গোল করেছেন। উত্তম সিংহ ৪০ মিনিটের মাথায় গোল করেছেন। মালয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আখিমুল্লাহ আনুয়ার ৩৪ মিনিটের মাথায় একমাত্র গোল করেছেন। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করে নিল ভারতীয় হকি দল। 


এখনও পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে তিনটি ম্য়াচ খেলেছে ভারতীয় হকি দল। তার মধ্যে একটি ম্য়াচও হারেনি টিম ইন্ডিয়া। পাশাপাশি ভারতীয় হকি দলের ঝুলিতে ৯ পয়েন্ট চলে এসেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তারা একটি ম্য়াচই জিততে পেরেছে।


 






ভারত তাদের প্রথম ম্য়াচে চিনকে হারিয়ে দিয়েছিল। এরপর দ্বিতীয় ম্য়াচে ম্যাচের প্রথম ২ মিনিটে ২ গোল করে ভারতীয় দল বুঝিয়ে দেয়, প্রতিপক্ষ শিবিরকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছে। দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত ছিল। ৩-০ গোলে এগিয়ে গিয়ে জাপানের ওপর চাপ বাড়ায় ভারত। বিরতি পর্যন্ত ভারত ৩-০ গোলে এগিয়ে ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে কিছুটা পাল্টা লড়াই শুরু করে জাপান। কাজুমাসা মাৎসুমোতো গোল করে ব্য়বধান কমান। তৃতীয় কোয়ার্টারে ভারত কোনও গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৩-১ গোলে। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে উত্তম সিংহ গোল করে ৪-১ করেন। শেষ গোলটি করেন সুখজিৎ। ম্যাচ শেষ হয় ৫-১ গোলে। 


আরও পড়ুন: ''অলিম্পিক্সে যােগ্যতা অর্জন করে দেখাও আগে..'', কাকে তীব্র আক্রমণ করলেন সাইনা?