ভুবনেশ্বর: ভারতীয় হকি দলের কোচের পদ থেকে সরছেন গ্রাহাম রিড। তিনি নিজেই ইস্তফা দিয়েছেন। গতকালই শেষ হয়েছে হকি বিশ্বকাপ। বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। আর তার একদিন পরেই আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন রিড। উল্লেখ্য, গ্রাহাম রিডের কোচিংয়েই টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আগেই বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন রিড। 


২০২০ সালের টোকিও অলিম্পিক্সে পদক জয় ছাড়াও ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিল ভারতীয় হকি দল। ২০১৯ সালে কোচের দায়িত্ব নিয়েছিলেন রিড। তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ''আমার মনে হয় এবার সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। ম্যানেজমেন্টকে নতুন কিছু ভাবতে হবে। ভারতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলানো আমার কাছে সম্মানের। এই সফরটা সবসময় উপভোগ করেছি আমি। ভারতীয় দলকে আগামীর শুভেচ্ছা রইল।''


বিশ্বকাপে নবম স্থানে শেষ করে ভারত 


গ্রুপ পর্বে কোনও ম্যাচ না হেরেও সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি ভারতের। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুটে হেরে বসায় নক আউট পর্বে আর ওঠা হয়নি হরমনপ্রীত সিংহদের। ঘরের মাঠে হকি বিশ্বকাপে (Hockey World Cup) ভারতের পদক জয়ের সম্ভাবনাও সেখানেই শেষ হয়ে যায়।


কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপের প্রথম আট দলের মধ্যে থাকা সম্ভব হয়নি ভারতের। তবে পরপর ক্লাসিফিকেশন ম্যাচ জিতে টুর্নামেন্টের নয় নম্বরে থাকা নিশ্চিত করল ভারত। নবম থেকে দ্বাদশ স্থান নির্ধারণকারী প্লে-অফে ভারত শনিবার ৫-২ গোলে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। নবম স্থান নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। তবে এককভাবে নয়। আর্জেন্তিনার সঙ্গে যুগ্মভাবে নয় নম্বরে শেষ করলেন হরমনপ্রীত সিংহরা।


ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে কোনও দল গোল করতে পারেনি। ফলে ভারত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ভারত ১টি গোল করে। ৪৪ মিনিটের মাথায় শামশের সিংয়ের ফিল্ড গোলে ভারত স্কোর ৩-০ করে।


ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে ভারত একজোড়া গোল করে। তবে ২টি গোল তারা হজমও করে। ৪৮ মিনিটের মাথায় আকাশদীপ সিংয়ের গোলে ভারত স্কোর ৪-০ করে। ৪৮ মিনিটেই সামকেলোর ফিল্ড গোলে দক্ষিণ আফ্রিকা ব্যবধান কমিয়ে ম্যাচ ৪-১ করেন। ৫৮ মিনিটে সুখজিৎ সিংহের ফিল্ড গোলে ভারত পুনরায় ব্যবধান বাড়িয়ে স্কোর ৫-১ করে। শেষে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে মুস্তাফা দক্ষিণ আফ্রিকার হয়ে পুনরায় ব্যবধান কমান। ম্যাচ শেষ হয় ৫-২ গোলে।