নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে মার্লন স্যামুয়েলসকে আউট করে আচরণবিধি ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করায় ভারতের তরুণ পেসার খলিল আহমেদকে সতর্ক করল আইসিসি। আউট করার পর স্যামুয়েলসের দিকে এগিয়ে যাওয়ায় জন্য সতর্ক করা হল। একইসঙ্গে একটি ডেমিরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে।
খলিল আইসিসি-র খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন খলিল।
গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানে হারিয়ে ভারত সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে।
আইসিসি-র আচরণবিধির লেভেল ১ ভঙ্গের সর্বোচ্চ সাজা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২ ডিমেরিট পয়েন্ট। কিন্তু খলিলকে ন্যূনতম সাজাই দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪ তম ওভারে ওই ঘটনা ঘটে। স্যামুয়েলসকে ১৮ রানে আউট করার পর তাঁর দিকে এগিয়ে যান খলিল।
মাঠের দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও অনিল চৌধুরী ঘটনাটি ম্যাচ রেফারিকে জানান। আইসিসি-র বিবৃতিতে অনুসারে, খলিলের এই আক্রমণাত্মক উচ্ছ্বাস আচরণে বিধিরা ২.৫ ধারা লঙ্ঘিত হয়েছে।
গতকাল ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন খলিল। এটাই তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। তিনি নিজের দোষ এবং ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নিয়েছেন।