নয়াদিল্লি: ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবশ্যই থাকা উচিত। এমনই মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল মনোহর গাওস্কর। তিনি মনে করেন, একজন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দলে থাকলে তা অধিনায়ক বিরাট কোহলির পক্ষে লাভজনক হবে। গাওস্কর বলেছেন, এই সব গুণাবলীর কারণেই ধোনি দলের অমূল্য সদস্য হয়ে উঠেছেন।
গাওস্কর বলেছেন, বিরাটের ধোনিকে প্রয়োজন। এতে সন্দেহের কোনও অবকাশ নেই। ৫০ ওভারের খেলায় যেখানে অনেকটা সময় পাওয়া যায়, সেখানে ধোনি কার্যকরী হয়ে ওঠেন। সবাই জানেন, ফিল্ডিংয়ে ছোটখাটো রদবদল করে নেন তিনি। বোলারদের সঙ্গে হিন্দিতে কথা বলে কীভাবে ও কোথায় বল করতে হবে, তার পরামর্শ দেন তিনি। এসব বিষয়গুলি বিরাটের পক্ষে একটা বড় সুবিধা।
ধোনিকে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। যদিও নির্বাচকরা বলেছেন, ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কোহলিকে সাহায্য করার জন্য দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। কিন্তু গাওস্কর মনে করেন, ধোনি আরও বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেন এবং আগামী বছরের বিশ্বকাপে দলে তাঁর উপস্থিতি একান্ত গুরুত্বপূর্ণ।
গাওস্কর বলেছেন, বিশ্বকাপের দলে ধোনি একান্ত আবশ্যক। দলে রোহিত, আজিঙ্কা রাহানের মতো সদস্য থাকলেও ধোনির উপস্থিতি প্রয়োজনীয়। এই কারণেই ধোনিকে টি ২০ ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করছেন গাওস্কর।
২০১৯ বিশ্বকাপে ধোনিকে প্রয়োজন কোহলির: গাওস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2018 04:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -