Mahindra XUV700: রেকর্ড গড়েছে মহিন্দ্রার (Mahindra) গাড়ি XUV700। লঞ্চের পর থেকে মহিন্দ্রার এই গাড়ির ১.৫ লক্ষ বুকিং (Car Booking) হয়েছে। মহিন্দ্রা সংস্থা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে এই সাফল্যের কথা ঘোষণা করেছে। তবে গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে নির্মাতারা সুখবর পেলেও যাঁরা মহিন্দ্রা XUV700 বুকিং করেছেন তাঁদের জন্য বিশেষ আনন্দের খবর নেই। কারণ শোনা যাচ্ছে যে, গাড়ি হাতে পাওয়ার জন্য অর্থাৎ ডেলিভারি পাওয়ার জন্য বেশ অনেকদিন অপেক্ষা করতে হবে। প্রায় ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে গ্রাহকদের। আর একথা যদি সত্যি তাহলে বিষয়টি চিন্তার তো বটেই।
গত বছর অর্থাৎ ২০২১ সালের অগস্ট মাসে মহিন্দ্রা XUV700 এসইউভি লঞ্চ হয়েছিল। লঞ্চের পর প্রায় একবছর হতে চলেছে এই গাড়ির। কিন্তু তার পরেও নিশ্চিত ভাবে এটা জানা যায়নি যে মহিন্দ্রার এই নতুন গাড়ি কবে হাতে পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চের আগে থেকেই মহিন্দ্রার এই গাড়ি অর্থাৎ XUV700 নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল। লঞ্চের পরেই গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল এই গাড়ি। গত ৭ অক্টোবর প্রথমবার Mahindra XUV700 গাড়ির জন্য বুকিং নেওয়া শুরু হয়েছিল। মাত্র ৫৭ মিনিটের মধ্যে ১৫ হাজার বুকিং হয়েছিল বলে জানিয়েছিল মহিন্দ্রা সংস্থা। এরপর দ্বিতীয় দিন অর্থাৎ ৮ অগস্ট, ২০২১- এ বুকিং উইন্ডো খোলার মাত্র ২ ঘণ্টার মধ্যে আরও ২৫ হাজার মহিন্দ্রা এক্সইউভি৭০০ গাড়ির বুকিং হয়েছিল। অর্থাৎ দু’দিনের মধ্যে ৫০ হাজারের বেশি সংখ্যক Mahindra XUV700 গাড়ি বুকিং হয়েছিল। সেই সময়ে মহিন্দ্রা কর্তৃপক্ষই এই পরিসংখ্যান প্রকাশ করেছিল।
Safest Cars in India খেতাবও পেয়েছে মাহিন্দ্রা XUV300 গাড়ি। কারণ এটি গ্লোবাল NCAP-এর টেস্টবেডে প্রাপ্তবয়স্কদের নিরাপত্তার জন্য 17-এর মধ্যে 16.42 ও শিশু সুরক্ষার জন্য 49-এর মধ্যে 37.44 স্কোর করেছে। কমপ্যাক্ট SUV প্রাপ্তবয়স্কদের নিরাপত্তার জন্য একটি 5-স্টার ক্র্যাশ টেস্ট রেটিং ও শিশুদের নিরাপত্তার জন্য একটি 4-স্টার ক্র্যাশ টেস্ট রেটিং পেয়েছে।