মোহালি: দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে ইংল্যান্ড। অশ্বিনের দাপটে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৭৮। ১০১ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন জো রুট। সঙ্গে ব্যাট্টি। অশ্বিন এখনও পর্যন্ত ১৯ রানে ৩ উইকেট দখল করেছেন। অন্য উইকেটটি পেয়েছেন জয়ন্ত যাদব। ভারতের থেকে এখনও ৫৬ রানে পিছিয়ে কুক বাহিনী। সবমিলিয়ে তৃতীয় টেস্টে জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার হাতছানি কোহলি ব্রিগেডের সামনে।
অশ্বিনের জোড়া আঘাতে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। তাঁর স্পিনের শিকার হন অধিনায়ক অ্যালেস্টার কুক (১২) ও মঈন আলি (৫)। এরপর স্টোকসকেও ফিরিয়ে দেন তিনি। এর আগে জয়ন্ত ফেরান বেয়ারস্টোকে। তিনি করেন ১৫ রান।
এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ৪১৭ রানে অলআউট হয়ে গেল ভারত। জয়ন্ত যাদব করলেন ৫৫। ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৩৪ রানে এগিয়ে যায়।
আরও পড়ুন, দেখুন, যোদ্ধার মতো অর্ধশতরান সেলিব্রেট করলেন জাডেজা
এদিন নিশ্চিত শতরান হাতছাড়া করেন রবীন্দ্র জাডেজা। তিনি ছক্কা মারতে গিয়ে ৯০ রানে আউট হন। জাডেজা ফিরে গেলেও, জয়ন্ত যাদব অর্ধশতরান করেছেন। আজ সকালে ৭২ রান করে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে বেন স্টোকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তবে জাডেজা ও জয়ন্ত লড়াই চালিয়ে যান।
অশ্বিন ও জাডেজার জুটিতে ৯৭ রান যোগ হয়। চলতি বছরে টেস্টে অশ্বিনের ৫৪৫ রান এবং ৫৬ উইকেট নেওয়া হয়ে গেল। জয়ন্ত যাদবের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন জাদেজা।
গতকাল খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল ভারত। মিডল অর্ডারের ধস সামাল দিয়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন অশ্বিন ও জাডেজা। আজ তৃতীয় দিন সকালেও এই জুটি দাপট দেখাচ্ছিল। ইংরেজ বোলাররা তাঁদের চাপে ফেলতে পারছিলেন না। অশ্বিন ফিরে গেলেও, জাডেজা দাপটেই ব্যাটিং করেন। জয়ন্তও ভাল পারফরম্যান্স দেখালেন।
অশ্বিনদের দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখে ইংল্যান্ড, জয়ের হাতছানি ভারতের সামনে
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2016 02:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -