মোহালি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন নিশ্চিত শতরান হাতছাড়া করলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিন থেকে লড়াই করে ভারতীয় দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়ে ৯০ রানে আউট হয়ে গেলেন তিনি। আদিল রশিদের বলে ক্রিস উকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারতের এই বাঁ হাতি ব্যাটসম্যান।
জাডেজা ফিরে গেলেও, জয়ন্ত যাদব অর্ধশতরান করেছেন। তিনি এখন ৫০ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন উমেশ যাদব (৮)। এই মুহূর্তে ভারতের রান ৮ উইকেটে ৪০৬। ভারত এখন ১২৩ রানে এগিয়ে। ফলে এই টেস্টের রাশ ভারতেরই হাতে।
এর আগে আজ সকালে ৭২ রান করে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে বেন স্টোকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তবে জাডেজা ও জয়ন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন।
অশ্বিন ও জাডেজার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে গিয়েছে ভারত। অশ্বিন ও জাডেজার জুটিতে ৯৭ রান যোগ হয়েছে। চলতি বছরে টেস্টে অশ্বিনের ৫৪৫ রান এবং ৫৬ উইকেট নেওয়া হয়ে গেল।
গতকাল খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল ভারত। মিডল অর্ডারের ধস সামাল দিয়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন অশ্বিন ও জাডেজা। আজ তৃতীয় দিন সকালেও এই জুটি দাপট দেখাচ্ছিল। ইংরেজ বোলাররা তাঁদের চাপে ফেলতে পারছিলেন না। অশ্বিন ফিরে গেলেও, জাডেজা দাপটেই ব্যাটিং করেন। জয়ন্তও ভাল পারফরম্যান্স দেখালেন।
৯০ রানে আউট জাডেজা, জয়ন্ত যাদবের অর্ধশতরান
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2016 11:52 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -