অ্যাডিলেড: বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়ায় অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে রোহিতের চোট গুরুতর নয়।
মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেইসময় এক শর্ট বল রোহিতের ডান হাতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। তবে অনুশীলন থামালেও, নেটে ছেড়ে বেরিয়ে যাননি রোহিত। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি নিজের আহত জায়গায় বরফ লাগান। তারপরেই ফের নেটে ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। চোট লাগায় শুরুতে ভারতীয় দলের আশঙ্কা বাড়লেও, রোহিত আবারও ব্যাট করতে নামায় স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।
অপরদিকে, একই পরিস্থিতিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কেন উইলিয়ামসনদের জয়ী ঘোষণা করা হবে। তাঁরা গ্রুপ ১-এ শীর্ষে শেষ করেছিল। তবে ফাইনালে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু নিয়ম ভিন্ন। ফাইনালেও যদি নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে মিলিয়েও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দুই দলকেই যুগ্মভাবে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। রবিবার ১২ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন: সেমিফাইনালের দলে পরিবর্তন? কী ইঙ্গিত দিলেন রোহিতদের হেড কোচ দ্রাবিড়?