নয়াদিল্লি: একবার ঋদ্ধিমান সাহা, আরেকবার ঋষভ পন্থ-এটা মোটেই মানতে পারছেন না গৌতম গম্ভীর। প্রথম ম্যাচে খারাপ ব্যাটিংয়ের জন্য ঋদ্ধিমানের বক্সিং ডে টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে মতামত জানাতে গিয়ে ক্ষোভের সুরে প্রাক্তন ওপেনার বলেছেন, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট প্লেয়ারদের সঙ্গে যা করছে, তাতে তারা নিরাপত্তাহীন ভাবছে নিজেদের, ঋদ্ধিমান আর ঋষভের মধ্যে অদলবদল করে উভয় উইকেটকিপারের প্রতিই অবিচার করা হচ্ছে।
গম্ভীরের প্রশ্ন, পরের দুটো ম্যাচে ব্যর্থ হলে ঋষভের সঙ্গেও কি একই ব্যবহার করবে টিমের থিঙ্কট্যাঙ্ক। তিনি বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে ঋদ্ধিমান এই সিরিজে মাত্র একটা টেস্ট খেলল, ভাল না খেলায় বাদ পড়ল। কল্পনা করুন তো, এই টেস্ট বা তৃতীয় টেস্টে যদি ভাল না করে তবে পন্থের সঙ্গেও কি একইরকম করা হবে? তখন কি আবার ঋদ্ধিমানকে ডাকা হবে?
ইউটিউব চ্যানেল স্পোর্টস টুডে-তে সাক্ষাত্কারে গম্ভীর বলেছেন, শুধু মুখের কথায় নয়, বাস্তবে পদক্ষেপ নেওয়া হলেই ক্রিকেটাররা নিরাপদ বোধ করবে, যা এখনকার প্রশাসকরা দিতে ব্যর্থ। সেজন্যই এই টিমটাকে এত নড়বড় দেখায়, কেউই নিরাপদ নয়। পেশাদার খেলায় নিরাপত্তা লাগে। যখন দেশের হয়ে খেলছে, তখন প্রত্যেকেরই ট্যালেন্ট আছে। সকলেই নিরাপত্তা চায়, তোমার পাশে আছি, এই ভরসাটা চায়, শুধু মুখের কথা নয়, কাজে।
ভারত ছাড়া কেউই পরিস্থিতি ভেদে উইকেটরক্ষক বদলাবদলি করে না বলেও অভিমত জানান তিনি। বলেন, যখন পরিস্থতির কথা মাথায় রেখে প্লেয়ারদের বাছাই করা হয়েছে, তখন এটা ঋদ্ধিমান, ঋষভ-দুজনের প্রতিই অন্যায়। উইকেটকিপারদের সঙ্গে এটা করা যায় না। বোলারদের সঙ্গে করা যেতে পারে। বিদেশের মাটিতে পরিস্থিতির ভিত্তিতে দুজন স্পিনারকে খেলানোটা বোধগম্য, কিন্তু দুনিয়ার কোন টিম পরিস্থিতি ভেদে উইকেটকিপার বদলায়। ভারত বাদে কেউই নয়।
ঘরের মাঠে এক উইকেটকিপার আর বাইরের জন্য আরেকজন, এই তত্ত্বই খারিজ করেন গম্ভীর। বলেন, আমি এই বদলাবদলির তত্ত্বে কোনওদিনই বিশ্বাসী নই যে, ঋদ্ধিমান কেবলমাত্র এই উপমহাদেশেই ভাল আর ঋষভ বিদেশে ওর চেয়ে ভাল। কেননা ভাল টিম ওভাবে চলে না। তুমি ভারতের পরিবেশে ভাল খেললে বিদেশের মাটিতেও ভাল খেলা উচিত।
Wriddhiman Saha: ঋদ্ধিমান বাদ পড়ায় গম্ভীরের ক্ষোভ, এটা অন্য়ায়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2020 11:20 PM (IST)
ইউটিউব চ্যানেল স্পোর্টস টুডে-তে সাক্ষাত্কারে গম্ভীর বলেছেন, শুধু মুখের কথায় নয়, বাস্তবে পদক্ষেপ নেওয়া হলেই ক্রিকেটাররা নিরাপদ বোধ করবে, যা এখনকার প্রশাসকরা দিতে ব্যর্থ। সেজন্যই এই টিমটাকে এত নড়বড় দেখায়, কেউই নিরাপদ নয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -