সুনীত হালদার, কলকাতা: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য। রবিবার, ৭ অগাস্ট ছয় সদস্যের ব্রিজ খেলোয়াররা ব্রোঞ্জ পদক যেতেন। ভারতীয় দলের কোচ ছিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার।


একটা সময় অনেকেই দাবি করতেন তাস পাশা সর্বনাশা। কিন্তু এখন আর তা বলার আর জায়গা রইল না। এই তাস খেলাকে ভরসা করেই ভারতের ঝুলিতে আসছে একের পর এক আন্তর্জাতিক সাফল্য, একের পর এক পদক। গত ২৮ শে জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতার আসর বসেছিল। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। ভারত থেকেও এই প্রতিযোগিতার জন্য একটি বড়সড় দল পাঠানো হয়। সেই দলের মধ্যে এক দুই নয়, ছিলেন ছয়জন বাঙালি খেলোয়াড়।


সোমবার ফাইনালে সেই ছয় বাঙালি খেলোয়াড়কে নিয়ে গঠিত দলই চিনকে আট পয়েন্টে হারিয়ে দেয়। এই জয়ের সুবাদেই তাঁদের গলায় ওঠে ব্রোঞ্জের পদক। এই অনূর্ধ্ব ৩১ ভারতীয় দলের কোচ ছিলেন ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অন্যতম তারকা শিবনাথ দে সরকার। এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে স্বাভাবিকভাবেই খুশি জাতীয় দলে কোচ এবং খেলোয়াড়রা।


ডেঙ্গি আক্রান্ত সুনীলপত্নী


ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chetri) স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত। অন্তঃসত্ত্বা সোনম ভট্টাচার্য (Sonam Bhattacharya) ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগর স্তিমাচের কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল। গতকাল সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে। তবে এখন ভাল আছেন সুনীল ছেত্রীর স্ত্রী। মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)।


ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পর ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ঘোষণা করেছিলেন, বাবা হতে চলেছেন তিনি৷ কিছুদিন আগে স্ত্রী সোনমের সাধ আয়োজিত হয়েছিল। সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে হবু বাবা সুনীল ও হবু মা সোনমকে দেখা গিয়েছে বিশেষ পুজো অনুষ্ঠানে৷ সাধের অনুষ্ঠানে সোনম ও সুনীল, দুজনই ছিলেন বাঙালি সাজে। সোনম সম্পর্কে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে। তাই সুনীল বাংলার জামাই। তিনি পরেছিলেন পাঞ্জাবি ও পাজামা। হলুদ শাড়ি পরেছিলেন সোনম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দলে ফিরেই বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপ, সিরিজ বাঁচাতে ভারতের লক্ষ্য ১৬০